Ajker Patrika

কলমাকান্দার একটি কেন্দ্রে ভোট স্থগিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
কলমাকান্দার একটি কেন্দ্রে ভোট স্থগিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের একটি কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। গত রোববার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন অফিসার এ কে এম মুসা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত রোববার বেলা ২টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপরিচিত কয়েক ব্যক্তি ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। এ ঘটনায় ওই কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া কৈলাটি ইউনিয়নের বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে নৌকার মনোনীত প্রার্থীর মেয়েকে মানহানি করার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে মারধর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত