Ajker Patrika

গোমস্তাপুরে জাল ভোট দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ২০
গোমস্তাপুরে জাল ভোট দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে রহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছিল। তবে বেলা ২টার পর বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর কক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওবাইদুর রহমান (চশমা) এবং মো. মনিরুজ্জামান (আনারস) এ অভিযোগ করেন। তাঁরা ৩৮টি নৌকা প্রতীকে সিল মারা ব্যালট দেখিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ওবাইদুর রহমান এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান।

বুথের দায়িত্বে থাকা এজেন্ট জরিনা বেগম ও রুবিনা বেগম বলেন, বেলা ২টার কিছু পরে চারজন যুবক অফিস কক্ষ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ঢোকানোর চেষ্টা করেন। এ সময় কিছু ব্যালট তাঁরা আটকে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল হক বলেন, তিনি অফিস কক্ষ থেকে বুথে কালি দিতে যান। এ সুযোগে কয়েকজন যুবক এসে ব্যালট নিয়ে সিল দিয়ে বাক্সে ঢোকানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। একজন যুবককে আটক করে র‍্যাবের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।

ওই কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, ঘটনাটি তাঁর জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত