চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত বুধবার রাত ১২টা থেকে ২টা থেকে পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আবাসিক হল দুটি হলো সোহরাওয়ার্দী ও শাহ আমানত হল। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, লোহার পাইপ, গুলতি, বঁটি, ছুরি, মদের খালি বোতল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অর্থনীতি বিভাগের কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়াছুড়ি করে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে পরদিন সন্ধ্যায় শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক সাবেক নেতাকে মারধর করে সিএফসির কর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পরলে আবারও দুই গ্রুপ দুই হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। এ সময় বেডের নিচ থেকে বেশ কিছু ধারালো রামদা, কিরিচ, বটি ও লোহার রড উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।’ মারামারি ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুই দিনের মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা অভিযোগ দিতে বলেছি। তারা দেয়নি। আমরা বিষয়টি দেখছি।’
এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, অভিযান চালানোর সময় আটক করার মতো কাউকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত বুধবার রাত ১২টা থেকে ২টা থেকে পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আবাসিক হল দুটি হলো সোহরাওয়ার্দী ও শাহ আমানত হল। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, লোহার পাইপ, গুলতি, বঁটি, ছুরি, মদের খালি বোতল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অর্থনীতি বিভাগের কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়াছুড়ি করে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে পরদিন সন্ধ্যায় শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক সাবেক নেতাকে মারধর করে সিএফসির কর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পরলে আবারও দুই গ্রুপ দুই হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। এ সময় বেডের নিচ থেকে বেশ কিছু ধারালো রামদা, কিরিচ, বটি ও লোহার রড উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।’ মারামারি ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুই দিনের মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা অভিযোগ দিতে বলেছি। তারা দেয়নি। আমরা বিষয়টি দেখছি।’
এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, অভিযান চালানোর সময় আটক করার মতো কাউকে পাওয়া যায়নি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫