Ajker Patrika

প্রতি মাসে রুমনের গান

প্রতি মাসে  রুমনের গান

প্রায় তিন দশকের ব্যান্ড ক্যারিয়ার রুমনের। এর মধ্যে হাতে গোনা যে কটি ব্যান্ড বাংলা সংগীতে স্বতন্ত্র পরিচয় দাঁড় করিয়েছে, সেগুলোর অন্যতম পার্থিব। দুই দশক ধরে ব্যান্ডটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রুমন। তিনি এখন নতুন করে ভাবছেন নিজের একক ক্যারিয়ারটাকেও।

এরই মধ্যে রুমন খুলেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ। নিজের জন্য গান বেঁধেছেন বেশ কয়েকটি। সেগুলোর মধ্যে প্রথম গান ‘ঝাপসা’ প্রকাশ পেল দুই দিন আগে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশ পায় রুমনের প্রথম একক গান ‘ভাঙছে পাঁজর’; গানচিল মিউজিকের ব্যানারে। পরে স্বাধীন মিউজিক থেকে আসে ‘বঙ্গবন্ধু’ এবং ‘ভালবাসার গল্প’ নামে আরও দুটি সলো গান। মূলত ব্যান্ডের বাইরে নিজেকে দাঁড় করার প্রেরণা আসে এই তিনটি একক গানের সুবাদে।

তবে কি পার্থিব-রুমনের দুটো পথ বেঁকে গেল? জবাবে রুমন বলেন, ‘পার্থিব চলবে সব সদস্যের যৌথ প্রয়াসে, যার মধ্যে আমিও একজন। আর রুমন চলবে তার নিজস্ব গতি ও ইচ্ছে নিয়ে।’

রুমনের নিজস্ব প্ল্যাটফর্মের প্রথম গান ‘ঝাপসা’ লিখেছেন গালিব সর্দার। রুমনের কণ্ঠ-সুর ও সংগীতে গানটির রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং, বেইজ বাজানো, রিদম প্রোগ্রামিং—সবটা করেছেন কিবু। এরপর পুরো গানের একটি গল্পনির্ভর ভিডিও তৈরি হয় শহর কলকাতায়। এটি বানিয়েছেন অর্চন চক্রবর্তী। রুমন জানান, এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর, যা নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ছাড়াও স্ট্রিমিং হবে বিশ্বের নামকরা বেশ কিছু মিউজিক অ্যাপে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত