মানিকগঞ্জ ও সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে মারজিয়া আক্তার (৩০) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর (খন্ডপাড়া) গ্রামের শেখ মাসুদ (৩৮) ও তাঁর স্ত্রী রেখা আক্তার (৩৩)। নিহত মারজিয়া আক্তার সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের মালিপাড়ার মৃত মোশারফ হোসেনের মেয়ে। গ্রেপ্তারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দির রেকর্ডের জন্য দুপরের পর মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তিনি জানান, ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর উপজেলার ওয়াইজনগর থেকে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টন ভর্তি অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার মাসুদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যে সোনারগাঁর কাঁচপুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও মারজিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গোলাম আজাদ খান বলেন, নিঃসন্তান মারজিয়া ৬-৭ বছর আগে তাঁর স্বামীকে ডিভোর্স দেয়। এরপর ডেন্টাল হাসপাতালে কাজ শেখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। স্বজনদের সঙ্গে মারজিয়ার কোনো পারিবারিক সম্পর্ক ছিল না।
পুলিশ সুপার বলেন, মাসুদ তাঁকে একা পেয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে ঢাকার বাসায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ধারালো ছুরি দিয়ে গলা কাটেন। এরপর মারজিয়ার লাশ গুম করার জন্য মাসুদ ও তাঁর স্ত্রী রেখা মরদেহ কার্টনে প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নাসির উদ্দিন মল্লিক ও জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
মানিকগঞ্জের সিঙ্গাইরে মারজিয়া আক্তার (৩০) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর (খন্ডপাড়া) গ্রামের শেখ মাসুদ (৩৮) ও তাঁর স্ত্রী রেখা আক্তার (৩৩)। নিহত মারজিয়া আক্তার সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের মালিপাড়ার মৃত মোশারফ হোসেনের মেয়ে। গ্রেপ্তারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দির রেকর্ডের জন্য দুপরের পর মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তিনি জানান, ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর উপজেলার ওয়াইজনগর থেকে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশের খাল থেকে কার্টন ভর্তি অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের ১১ দিনের মধ্যে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার মাসুদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যে সোনারগাঁর কাঁচপুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও মারজিয়ার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গোলাম আজাদ খান বলেন, নিঃসন্তান মারজিয়া ৬-৭ বছর আগে তাঁর স্বামীকে ডিভোর্স দেয়। এরপর ডেন্টাল হাসপাতালে কাজ শেখার জন্য ঢাকার মিরপুরে মাসুদের ভাড়া বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। স্বজনদের সঙ্গে মারজিয়ার কোনো পারিবারিক সম্পর্ক ছিল না।
পুলিশ সুপার বলেন, মাসুদ তাঁকে একা পেয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে ঢাকার বাসায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ধারালো ছুরি দিয়ে গলা কাটেন। এরপর মারজিয়ার লাশ গুম করার জন্য মাসুদ ও তাঁর স্ত্রী রেখা মরদেহ কার্টনে প্যাকেট করে ঘটনাস্থলে ফেলে যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসেন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নাসির উদ্দিন মল্লিক ও জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪