Ajker Patrika

ইউপি কার্যালয়ে এক ব্যক্তিকে নির্যাতন

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৭
ইউপি কার্যালয়ে এক ব্যক্তিকে নির্যাতন

ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রশি দিয়ে বেঁধে এক ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। নির্যাতিত ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৫৫)। তাঁর বাড়ি সদর ইউনিয়নের মুজাখালির তেঁতুল তলা গ্রামে। অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন গাজীরভিটা ইউনিয়নের চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মুজাখালী গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি নিয়ে রাস্তার কাজ শুরু করেন ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। দুলাল মিয়া বাধা দিলে চেয়ারম্যানের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান দুলালকে তাঁর গাড়িতে উঠিয়ে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা। পরে ওই দিনই হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে না পেয়ে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত