Ajker Patrika

যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৮
যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিকেলে জেলার নারী শিশু ট্রাইব্যুনাল আদালত এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই চুনারুঘাট উপজেলার এক কিশোরীকে (১৩) ধর্ষণ করেন চাচাতো ভাই।

পরে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হলে পারিবারিকভাবে বিয়ের কথা চললেও শেষ পর্যন্ত তা হয়নি।

এদিকে ওই কিশোরী পুত্র সন্তান প্রসবের পর মারা যান।

এর আগেই তিনি (ভুক্তভোগী) বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন। ওই শিশুর বাবা অস্বীকার করলে আদালতে ডিএনএ পরীক্ষার দাবি করেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হয়। রিপোর্টে শিশুটি ওই যুবকের বলে প্রমাণিত হয়। পরে গত মঙ্গলবার রায়ে আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবু হাসেম মোল্লা মাসুম বলেন, আদেশে আরও বলা হয় শিশুটির ব্যয়ভার রাষ্ট্রপক্ষ বহন করবে। ভরন-পোষণের জন্য প্রয়োজনীয় অর্থ সরকার দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে আদায় করতে পারবে।

শিশুটির বয়স ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মায়ের আত্মীয়ের কাছে প্রতিপালিত হবে। উচ্চ আদালতের নির্দেশ ব্যতীত দণ্ডিত যুবককে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের বৈধ অভিভাবক বলে গণ্য করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত