Ajker Patrika

কুষ্টিয়ায় বিসিকের সেমিনার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ১৮
কুষ্টিয়ায় বিসিকের সেমিনার

কুষ্টিয়ায় ‘ক্রয়কারী বৃহৎ শিল্পের সঙ্গে প্রস্তুতকারী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব-কন্ট্রাকটিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন’ শীর্ষক সেমিনার হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম। বিসিক কুষ্টিয়ার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিক দক্ষতা ও প্রযুক্তি বিভাগের (সাব-কন্ট্রাকটিং, রাজস্ব) উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মহিউদ্দিন।

সেমিনারে প্রকৌশলী মো. সোলায়মান হোসেন বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত প্রয়োজন। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ। শিল্পোন্নয়ন তথা বৃহৎ শিল্পের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ লাভ করে। এটা শিল্পায়নের অগ্রণী চাহিদা, রপ্তানির চাহিদা মেটায়। পাশাপাশি প্রবৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করে। তাই বড় শিল্পের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।’

সোলায়মান হোসেন আরও বলেন, ‘কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) অবহেলিত। আমরা যে আর্থসামাজিক পটভূমিতে দাঁড়িয়ে আছি, সেখানে এসএমই হতে পারে আমাদের এক বিরাট চালিকাশক্তি। এত আলোচনা এবং সমালোচনার পরও কেন এ খাত অবহেলিত সেদিকে মনোযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত