Ajker Patrika

‘শতাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি চলছে ’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ৫৮
‘শতাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি চলছে ’

দেশের হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার ১৩০টির মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা করেছে বলে জানিয়েছেন কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বাগিচাগায়ে দর্পণ কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বিশ্বখাদ্য দিবস উপলক্ষে মাসব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন কর’ শীর্ষক এ সভা আয়োজন করে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক।

সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, অধ্যক্ষ শফিকুর রহমান ও সচেতন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক শাহ মোহাম্মদ আলমগীর খান। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে দেন দর্পণ-এর নির্বাহী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি জহিরুল হক দুলাল, ঘরণী নারী কল্যাণ সংস্থার সভাপতি মরিয়ম আক্তার মনি, স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন সংস্থার সভাপতি শাহানা হক, মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী নাসিমা আক্তার, পিএসইউএস এর নির্বাহী পরিচালক কাজী মাহতাব, সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক আহবায়ক শাহ মো. আলমগীর খান প্রমুখ।

প্রধান অতিথি সাংসদ বাহাউদ্দিন বাহার বলেন, ‘করোনা অতিমারির চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। করোনাকালে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নগদ অর্থ প্রদান, খাদ্য সামগ্রী ও ত্রাণ প্রদান, খাত ভিত্তিক প্রণোদনা দিয়েছে সরকার। করোনাকালে লকডাউন পরিস্থিতিতে জীবন ও জীবিকা চালু রাখার জন্য সরকার বহুবিধ পরিকল্পনা গ্রহণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত