চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে এবার শীত মৌসুমে ইলিশের ব্যাপক আমদানি লক্ষ করা গেলেও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। এ কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। চাঁদপুরের সর্ববৃহৎ বড় স্টেশন মাছঘাট ঘুরে এমন তথ্য জানা গেছে।
ইলিশ নিয়ে অলস সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, দাম নাগালের বাইরে থাকায় ইলিশ কিনতে অনাগ্রহ তাদের। তা ছাড়া শীতে স্বাদ কম থাকায়ও অনেকেই ইলিশ কিনতে চাচ্ছেন না। এতে হতাশ বিক্রেতারা।
চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলের ইলিশ চাঁদপুর মাছঘাটে প্রতিদিন আসছে। অন্য বছর এই সময়ে আড়তে ক্রেতা থাকলেও এবার পুরো আড়ত ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ৭০০-৮০০ গ্রামের ইলিশ মণ বিক্রি মণ ৩২ থেকে ৩৫ হাজার টাকা। আর এক কেজি আকৃতির ওপরের ইলিশের মণ ৪২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে পুরো দেশে করোনার কারণে বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে অনেকেই জেলার বাইরে থেকে চাঁদপুরে আসছেন না। যার প্রভাব পড়েছে ইলিশ আড়তে। বিক্রেতাদের আক্ষেপ, ইলিশ, চিংড়ির চাহিদা থাকা সত্ত্বেও এখন তা বিক্রি হচ্ছে না। একে বিক্রি কম, তার ওপর মাছ সংরক্ষণ করতে গিয়ে খরচ হচ্ছে বেশি।
বড় স্টেশন মাছঘাটে ক্রেতা শাহ আলম বলেন, ‘চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে এসেছিলাম, কিন্তু দাম অনেক বেশি। ইলিশের সাইজ খুবই সুন্দর। তবে দাম কিছু কম হলে ইলিশ কেনা যেত। তা ছাড়া ইলিশের স্বাদও কম শীতের মৌসুমে।’
মৎস্য ব্যবসায়ী রুবেল গাজি জানান, আড়তে বড় সাইজের ইলিশ আছে, তবে ক্রেতার চাহিদা নেই। ইলিশের দাম একটু বেশি। এ বছর মাছের আমদানি কম, দাম বেশি। প্রতিদিন ২০ হাজার বিক্রি করতে কষ্ট হয়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি শবে বরাত সরকার বলেন, ‘বর্তমানে ইলিশের আমদানি কম, বিক্রিও কম। যার কারণে দাম একটু বেশি। জাটকা রক্ষা মৌসুম শেষ হলে ইলিশের আমদানি বাড়বে, ওই সময় দামও কমে আসবে।’
চাঁদপুরে এবার শীত মৌসুমে ইলিশের ব্যাপক আমদানি লক্ষ করা গেলেও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। এ কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। চাঁদপুরের সর্ববৃহৎ বড় স্টেশন মাছঘাট ঘুরে এমন তথ্য জানা গেছে।
ইলিশ নিয়ে অলস সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের অভিযোগ, দাম নাগালের বাইরে থাকায় ইলিশ কিনতে অনাগ্রহ তাদের। তা ছাড়া শীতে স্বাদ কম থাকায়ও অনেকেই ইলিশ কিনতে চাচ্ছেন না। এতে হতাশ বিক্রেতারা।
চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলের ইলিশ চাঁদপুর মাছঘাটে প্রতিদিন আসছে। অন্য বছর এই সময়ে আড়তে ক্রেতা থাকলেও এবার পুরো আড়ত ক্রেতাশূন্য হয়ে পড়েছে। ৭০০-৮০০ গ্রামের ইলিশ মণ বিক্রি মণ ৩২ থেকে ৩৫ হাজার টাকা। আর এক কেজি আকৃতির ওপরের ইলিশের মণ ৪২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে পুরো দেশে করোনার কারণে বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে অনেকেই জেলার বাইরে থেকে চাঁদপুরে আসছেন না। যার প্রভাব পড়েছে ইলিশ আড়তে। বিক্রেতাদের আক্ষেপ, ইলিশ, চিংড়ির চাহিদা থাকা সত্ত্বেও এখন তা বিক্রি হচ্ছে না। একে বিক্রি কম, তার ওপর মাছ সংরক্ষণ করতে গিয়ে খরচ হচ্ছে বেশি।
বড় স্টেশন মাছঘাটে ক্রেতা শাহ আলম বলেন, ‘চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে এসেছিলাম, কিন্তু দাম অনেক বেশি। ইলিশের সাইজ খুবই সুন্দর। তবে দাম কিছু কম হলে ইলিশ কেনা যেত। তা ছাড়া ইলিশের স্বাদও কম শীতের মৌসুমে।’
মৎস্য ব্যবসায়ী রুবেল গাজি জানান, আড়তে বড় সাইজের ইলিশ আছে, তবে ক্রেতার চাহিদা নেই। ইলিশের দাম একটু বেশি। এ বছর মাছের আমদানি কম, দাম বেশি। প্রতিদিন ২০ হাজার বিক্রি করতে কষ্ট হয়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি শবে বরাত সরকার বলেন, ‘বর্তমানে ইলিশের আমদানি কম, বিক্রিও কম। যার কারণে দাম একটু বেশি। জাটকা রক্ষা মৌসুম শেষ হলে ইলিশের আমদানি বাড়বে, ওই সময় দামও কমে আসবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫