Ajker Patrika

পানি নেই, কলস নিয়ে অনশন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৯: ১৯
পানি নেই, কলস নিয়ে অনশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকায় কয়েক দিন ধরে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রমজান মাসে সাহ্‌রি ও ইফতারির জন্য পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হলেও খাবার পানির সংকটে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলবাসী। বিশেষ করে ইফতারের সময় ঘনিয়ে এলে সুপেয় পানির জন্য দিশেহারা হয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার নলকূপগুলোতে পানি না ওঠায় বাঁশখালী উপজেলার ছনুয়া, গন্ডামারা, শেখেরখিল, শিলকৃপ, সরল, বাহারছাড়া, খানখানাবাদসহ উপকূলীয় এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব উপকূলীয় এলাকার বাসিন্দারা সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে দিন যাপন করছেন।

এর মধ্যে সাহ্‌রি ও ইফতারের সময় পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সুপের পানীয় সংগ্রহ করতে পারছেন না এলাকাবাসী। তাই খালি কলস নিয়ে অনেক জায়গায় অনশন করেছেন স্থানীয় বাসিন্দারা। ইফতারের সময় ঘনিয়ে এলে সুপেয় পানির জন্য হাহাকার করেন বাঁশখালী উপকূলের বাসিন্দারা।

খানখানাবাদ এলাকার সাবেক ইউপি সদস্য গাজী মো. সিরাজ বলেন, এ এলাকার নলকূপগুলোতে বর্তমানে পানি না ওঠায় রমজান মাসের শুরু থেকে উপকূলীয় এলাকায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সুপের পানির ওপর ভরসা করেন উপকূলবাসী। কিন্তু পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ঠিক সময়ে খাবার পানি না পেয়ে এলাকার মানুষকে কষ্ট পোহাতে হচ্ছে।

দক্ষিণ বড়ঘোনা এলাকার সমাজসেবক কলিমুল্লাহ মিজবাহ জানান, কয়েক সপ্তাহ ধরে গন্ডামারা ইউনিয়নে খাওয়ার পানির তীব্র সংকট চলছে। এ এলাকার মানুষ সাহ্‌রি ও ইফতারের সময় খাওয়ার পানি নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী নাজিম উদ্দিন জানান, উপকূলীয় এলাকায় নলকূপের গভীরতা কম থাকায় শুকনো মৌসুমে খাওয়ার পানির কিছুটা সংকট দেখা দেয়। বর্ষা মৌসুম এলে নলকূপ থেকে পানি ওঠা স্বাভাবিক হয়। বর্তমানে যে নলকূপ বসানো হচ্ছে, আগের নলকূপে তুলনায় বর্তমানে নলকূপ বেশি গভীরতা দিয়ে বসানো হচ্ছে।

বাঁশখালী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ঋষি কুমার ঘোষ বলেন, দোহাজারী গ্রিডে বিদ্যুৎ লাইনের সমস্যার কারণে বাঁশখালীতে পল্লী বিদ্যুৎ লাইনের কিছুটা সমস্যা দেখা দিয়েছে, লাইনের কাজ সম্পন্ন হলে পুরোদমে বিদ্যুৎ পাবেন গ্রাহকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত