Ajker Patrika

তদবিরে ঢাকায় নেতারা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ৫১
তদবিরে ঢাকায় নেতারা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের মাঠ পর্যায় থেকে শুরু করে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পর্যায়ের সব নেতা ঢাকায় তদবিরে ব্যস্ত সময় পার করছেন।

ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল চাইছেন দলের নিবেদিত নেতারাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পান। সে জন্যই নেতাদের নিয়ে তিনি তদবির চালিয়ে যাচ্ছেন।

এদিকে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজও তাঁর নেতাদের নিয়ে তদবির চালিয়ে যাচ্ছেন। থেমে নেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনও। উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউই এলাকায় নেই। সব নেতাই রয়েছেন ঢাকায় তদবিরে ব্যস্ত।

শুক্রবার (১ অক্টোবর) মহেশপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সম্ভাব্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ করেই পর দিন শনিবার থেকে ঢাকায় পাড়ি জমাতে শুরু করেন।

ইতিমধ্যে কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, বাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমানউল্লা হক, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, এসবিকে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আরিফান হাসান চৌধুরী নুথান, নেপা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মৃধাসহ দলীয় সব চেয়ারম্যান তদবিরে ব্যস্ত রয়েছেন।

ঝিনাইদহের মহেশপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ফরম সংগ্রহ করেছেন ৭৩ জন। নতুন মুখের নেতারাও রয়েছেন ঢাকায় তদবির ব্যস্ত। ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের মাঠ পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সব নেতা ঢাকায় তদবির ব্যস্ত সময় পার করায় নেতাশূন্য হয়ে পড়েছে মহেশপুর। এ দিকে বর্তমানে ঢাকায় থাকা বিভিন্ন নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মোবাইলে জানান, মহেশপুরে ১২টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। এতে ৭৩ জন ফরম নিলেও মনোনয়ন জমা দেওয়ার আজ (বুধবার) শেষ দিনে ৭২ জন জমা দিয়েছেন।

এ নেতা বলেন, ‘আমরা ঢাকাতে অবস্থান করছি। তবে কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে মন্তব্য করছি না। যারা আবেদন করেছেন সরকারের গোয়েন্দা সংস্থা তাঁদের ব্যাপারে তদন্ত করছে। সংস্থার সদস্যরা আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা তাঁদের সম্পর্কে সঠিক তথ্য দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত