Ajker Patrika

টিকা নেওয়ার শর্তে পর্যটকদের জন্য দ্বার খুলল ভারত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ৩১
টিকা নেওয়ার শর্তে পর্যটকদের জন্য দ্বার খুলল ভারত

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছরের প্রথম দিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। পরে তা খুলে দেওয়া হলেও শর্ত দেওয়া হয় বাধ্যতামূলক কোয়ারেন্টিনের। তবে এবার বাংলাদেশসহ বিশ্বের ৯৯টি দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণসেবা চালু করেছে দেশটি। গত সোমবার থেকে করোনা সনদ দেখিয়ে ভারতে প্রবেশের অনুমতি পাচ্ছেন পর্যটকেরা।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯৯টি দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের ভারতে গিয়ে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে ভারতে পৌঁছানোর পর প্রথম ১৪ দিন স্বাস্থ্য পর্যবেক্ষণে থাকতে হবে। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও রাশিয়াও। ভ্রমণের আবেদন করতে হলে লাগবে পূর্বের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনার নেগেটিভ সনদ। এয়ার-সুবিধা পোর্টালে (newdelhiairport.com) পূরণ করতে হবে বিশেষ ফরম।

জাতীয়ভাবে অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের সনদের স্বীকৃতির ক্ষেত্রে যেসব দেশের সঙ্গে ভারতের পারস্পরিক চুক্তি রয়েছে এবং যারা ভারতীয় নাগরিকদের ছাড় দিচ্ছে, সেসব দেশের ভ্রমণকারীদেরও একই সুবিধা দেবে ভারত। তবে ‘ঝুঁকি’ হিসেবে উল্লেখ করা দেশ থেকে ভ্রমণ করলে বাড়তি কিছু নিয়ম মানতে হবে। এর মধ্যে রয়েছে করোনা পরীক্ষা করানো। এ তালিকায় আছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশগুলোর পর্যটকদের কোনো শর্তই মানার প্রয়োজন পড়বে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত