Ajker Patrika

হিজাব নিয়ে এমপির বক্তব্য সঠিক নয়

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
হিজাব নিয়ে এমপির বক্তব্য সঠিক নয়

নারীর হিজাব নিয়ে সংসদ সদস্য (এমপি) র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সন্মেলন করেছেন কওমি আলেমেরা।

গতকাল রোববার স্থানীয় ডাকবাংলোতে এক সংবাদ সম্মেলনে নবীনগরের আলেম-ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত। 
এতে লিখিত বক্তব্য পাঠ করেন এস আর মসজিদের খতিব মুফতি বেলায়েত উল্লাহ।

উপস্থিত ছিলেন মাওলানা মোকবুল হোসাইন, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মেহেদী হাসান, মাওলানা মো. সানাউল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবদুর রউফ, আবদুল খালেক, মাওলানা খাদেমুল ইসলাম প্রমুখ।

সম্প্রতি সংসদ সদস্য মুক্তাদির চৌধুরী নবীনগরে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা দেখে বিরক্ত হন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় হিজাব পরতে হবে—এ কথা কোরআনুল কারিমের কোথাও উল্লেখ নেই বলে ওলামায়ে কেরামগণকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এ সময় তিনি বলেন, ‘কেউ যদি দেখাতে পারেন আমি তওবা পড়ে নতুন করে মুসলমান হব।’ এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলেমসমাজ তীব্র প্রতিবাদ জানান। 
আলেমসমাজ বলেন, হিজাব প্রথা ফরজ বিধান পবিত্র কোরআনুল কারিমের সুরা আহযাবের ৫৯ ও সুরা নূরের ৩১ নম্বর আয়াত এবং হাদিস-জামেয়া তিরমিজ গ্রন্থে ১ নম্বর খণ্ডে ২২২, ফতুল বারীর ৮ নম্বর খণ্ডের ৫৪ নম্বর পৃষ্ঠাসহ অসংখ্য হাদিসে আল্লাহ তাআলা নারীদের পর্দার কথা স্পষ্ট উল্লেখ করেছেন। সুতরাং সংসদ সদস্যকে তওবা করতে হবে এবং মুসলমান জাতির কাছে মাপ চাইতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত