Ajker Patrika

যুব বিশ্বকাপে বাংলাদেশ- ভারতের দুই রকম যাত্রা

আরমান হোসেন, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৭
যুব বিশ্বকাপে বাংলাদেশ- ভারতের দুই রকম যাত্রা

লং অন দিয়ে ছক্কা মেরে ভারতকে যুব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ বানা। ঠিক যেন ২০১১ বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মহেন্দ্র সিং ধোনির উইনিং শটের ফ্ল্যাশব্যাক। আগের বার এই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এবার ভারত যখন তাদের রেকর্ড পঞ্চমবারের মতো এই শিরোপা জিতেছে, বাংলাদেশ তখন শূন্য হাতে দেশে ফিরছে। ২০২০ যুব বিশ্বকাপের পুরো দেশকে উৎসবের উপলক্ষ এনে দেওয়া বাংলাদেশ এবার হয়েছে অষ্টম।

সর্বশেষ যুব বিশ্বকাপের দুই ফাইনালিস্টের দুই রকম ছবি। দুই বছর আগে যে দল আসরের সেরা হয়েছিল, তারা টুর্নামেন্টে কিছু ব্যক্তিগত সাফল্য ছাড়া বলার মতো সাফল্য পায়নি।

দলের এমন ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বিসিবি। আগামী যুব বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে কাজও শুরু করেছে তারা। বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার আজকের পত্রিকা বললেন, ‘আগামী বিশ্বকাপের পরিকল্পনা শুরু হয়েছে। এবার আমরা সব গুছিয়ে করার চেষ্টা করব। সব আগে থেকেই শুরু করছি।’ কেন এই ভরাডুবি, সেটির ব্যাখ্যায় হান্নান বলছেন, ‘এবারও বেশ কিছু ভালো খেলোয়াড় ছিল কিন্তু ফলটা আশানুরূপ হয়নি। আট নম্বর হওয়ার মতো দল আমরা না।’

অন্য দিকে ভারতীয় যুবারা গতবারের শিরোপা খুইয়ে যেন পণ করেছিলেন, আবারও প্রতিষ্ঠা করতে হবে নিজেদের শ্রেষ্ঠত্ব। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ সালের পর ২০২২—বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে ধারাবাহিক দাপট দেখাচ্ছে ভারত কোনো ‘শর্টকাট’ পদ্ধতি অবলম্বন করে নয়। এটি তাদের বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ আর পাইপলাইনে গভীর মনোযোগ রাখারই ফল। গত অর্ধযুগে ভারতের বয়সভিত্তিক ক্রিকেটকে মজবুত করার দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় এখন ‘সিনিয়র’ দলের দায়িত্ব নেওয়ায় তাঁর ব্যাটনটা এগিয়ে নিচ্ছেন আরেক ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। ভারতের ঘরোয়া এবং বয়সভিত্তিক ক্রিকেটের অবকাঠামো বিশ্বমানের, তাদের খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়াও অসাধারণ। প্রাথমিকভাবে বাছাই করা ক্রিকেটারদের আঞ্চলিক ক্রিকেট একাডেমির তত্ত্বাবধানে শুরু হয় ট্রেনিং ক্যাম্প। এই ক্যাম্পে ফিটনেস থেকে শুরু করে ক্রিকেটারদের টেকনিক্যাল—সব বিষয় দেখা হয়। ক্যাম্প শেষে সব উপাত্ত সংগ্রহ করে দেওয়া হয় পরবর্তী দিকনির্দেশনা। তরুণ ক্রিকেটারদের এমন নিবিড় পরিচর্যার পরেই সেখান থেকে ছেঁকে বেছে জাতীয় পর্যায়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে তাদের সুযোগ করে দেওয়া হয়।

এবার করোনায় তাদের পরিকল্পনায় ছেদ পড়লেও ভারত নিজেদের লক্ষ্যে অবিচল ছিল। এ যুব বিশ্বকাপেও বেশ কজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় ধাক্কা খেয়েছিল ভারত। তবে দমে যায়নি জোশ ডুলের দল। দলের মেন্টর লক্ষ্মণ তাই যুব বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দিয়েছে ভারতীয় বোর্ডকে, ‘বিসিসিআই এর প্রশংসার দাবিদার। দুর্ভাগ্যবশত, করোনার কারণে বয়সভিত্তিক দল অনেক ম্যাচ ও সিরিজ খেলতে পারেনি। যে কারণে এই শিরোপা জেতাটা বিশেষ কিছু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত