Ajker Patrika

আঁখির মেডিকেলে ভর্তি অনিশ্চিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৪: ২২
আঁখির মেডিকেলে ভর্তি অনিশ্চিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা আঁখি রানী তালুকদার। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। বাবা হারা পরিবারের আর্থিক সংকটের কারণে আঁখির মেডিকেলে ভর্তির স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।

আঁখির বাবা রমেন্দ্র চন্দ্র তালুকদার উপজেলার বাদাঘাট বাজারে একসময় চা বিক্রি করতেন। অসুস্থতায় তিনি বছরখানেক আগে মারা যান। আঁখির বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন মা মিনা রানী তালুকদার। দুই বোন ও এক ভাইকে নিয়ে তাঁদের সংসার। এমন অবস্থায় মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

আঁখি রানী তালুকদার বলেন, ‘বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু আর্থিক অনটনের জন্য মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় আছি।’

আঁখির মা মিনা রানী তালুকদার বলেন, ‘স্বামী মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়। সংসারে অভাব লেগেই থাকে। মেয়েকে মেডিকেলে ভর্তি করার মতো টাকা আমার নেই।’ মেডিকেলে ভর্তি জন্য আঁখি প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘দারিদ্র্যকে জয় করে আঁখি এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে এ জন্য আমরা উপজেলাবাসী আনন্দিত। ব্যক্তিগতভাবে আঁখিকে সহযোগিতা করেছি এবং সব সময় সহযোগিতা করার চেষ্টা করব।’ এ সময় তিনি আঁখির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত