Ajker Patrika

পণ্যের বাড়তি দামে দিশেহারা নিম্ন-মধ্যম আয়ের মানুষ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৪৫
পণ্যের বাড়তি দামে দিশেহারা নিম্ন-মধ্যম আয়ের মানুষ

গাইবান্ধার ফুলছড়িতে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। পণ্যের দাম বাড়লেও আয় না বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তাঁদের মতে, ব্যয় এতই বেড়েছে যে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে জানা গেছে, খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৮০ টাকা লিটার। পাম অয়েল বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। তবে বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৮০ টাকায়। চিনির দাম ৭৫ থেকে ৮০ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা, প্যাকেট ময়দা ৪০ টাকা। সরু চালের দাম ৭০ থেকে ৭৫ টাকা। মোটা চালের দাম এখন ৬০ থেকে ৬৫ টাকায়। মসুর ডালের দামও বেড়েছে। মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তা ছাড়া কাঁচাবাজারে পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ টাকা, রসুন ৫০ টাকা, আলু ১৮ থেকে ২৫ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, পাতাকপি ২০ টাকা, করলা ১৩০ থেকে ১৪০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, গাজর ৩০ টাকা, আদা ১২০ টাকা, মাংস ৬০০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, পটোল ১০০ টাকা, ক্ষীরা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একটি মাঝারি আকারের লাউ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া খুচরা পর্যায়ে শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচি, ধনে, জিরা, আদা ও তেজপাতার দামও বেড়েছে।

বাজারে আসা ক্রেতারা জানান, বাজারে ৫ লিটার আর ৩ লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে না। তাঁরা পাঁচ লিটার সয়াবিন কিনতে গেলে দুই লিটার এবং এক লিটারের বোতল দিচ্ছেন দোকানিরা। এতে তাঁদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এদিকে রোজার আগেই পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠছে। সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনায় নিয়ে সরকারের সার্বিক বাজার পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানান ক্রেতারা।

লিমন সরকার নামের এক ক্রেতা বলেন, বাজারে এলেই মাথা গরম হয়ে যায়। কাঁচাবাজার থেকে শুরু করে তেল, চাল, ডাল—কোনোটার দামই কম নয়। যেভাবে দাম বাড়ছে, তাতে নিম্নমধ্যবিত্তদের বাজার করা কঠিন হয়ে পড়েছে।

মোজাম্মেল হক নামের আরেক ক্রেতা বলেন, সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনা করে সরকারকে সার্বিক বাজার পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করতে হবে।

কালিরবাজারের খুচরা বিক্রেতা রায়হান মিয়া বলেন, ‘আমাদের পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনে আনতে হচ্ছে। সে জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত