Ajker Patrika

আলুখেতে পানি, লাখ টাকা ক্ষতির শঙ্কা

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩: ০২
আলুখেতে পানি, লাখ টাকা ক্ষতির শঙ্কা

পীরগাছায় শত্রুতা করে আলুখেতে পানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেড় একর জমির ফলন নষ্ট হয়ে লাখ টাকা ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার তালুক ইসাদ এলাকায় গত শনিবার এ পানি দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বর্গাচাষি মাসুদ রানা গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগরীর মাহিগঞ্জ থানার তালুক বকসি গ্রামের মো. চাঁন মিয়া ও তাঁর ছেলে মাসুদ রানা তালুক ইসাদ এলাকায় ১০ একর জমি চুক্তিভিত্তিক বর্গা নিয়ে আলুখেত করেন। সম্প্রতি পাশের জমির মালিক ওই গ্রামের আসাদুল ইসলাম আরিফের সঙ্গে তাঁদের শত্রুতা সৃষ্টি হয়।

গত শনিবার সকালে আরিফ বোরো ধানের চারা রোপণের জন্য নিজের জমিতে পানি নেওয়ার অজুহাতে চাঁন মিয়াদের উঠতি আলুখেতে পানি ঢুকিয়ে দেন। এতে প্রায় দেড় একর খেত কাদা-পানিতে একাকার হয়ে যায়।

বর্গাচাষি বাবা-ছেলে জানান, এখন পানি সেচ দিয়ে সরিয়ে দেওয়া হলেও কোনো কাজে লাগবে না। সব আলুগাছ মরে যাবে। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি হবে। এমন ক্ষতি মেনে নেওয়ার মতো না। তাঁরা ক্ষতিপূরণ ও আরিফের শাস্তি দাবি করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আরিফ বলেন, ‘আমার অজানাতে এটা হয়েছে। জানলে হতো না।’

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘এই মুহূর্তে অতিরিক্ত পানিতে আলুর ক্ষতি হবে। আর ভুক্তভোগীর অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত