Ajker Patrika

ইউপি নির্বাচন কেন্দ্র করে মিরপুরে উত্তাপ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ২৮
ইউপি নির্বাচন কেন্দ্র করে মিরপুরে উত্তাপ

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে কুষ্টিয়ার মিরপুরের বেশ কয়েকটি ইউনিয়নে। এরই মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাজোটের দুই শরিক আওয়ামী লীগ ও জাসদ।

তা ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও আছেন। আর তাঁদের মধ্যেই ঘটছে এসব সহিংস ঘটনা। হামলা ভাঙচুরের ঘটনায় এরই মধ্যে মামলা পর্যন্ত হয়েছে প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বারুইপাড়া ইউনিয়নের মশান একতারপুর গ্রামে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইদার রহমানের কর্মী সমর্থকদের হামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মন্টুর বেশ কয়েকজন কর্মী সমর্থক জখম হন। ওই রাতেই কয়েক দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেলও। নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে জাসদের নেতা–কর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

এ ঘটনায় অবশ্য মামলাও হয়েছে মিরপুর থানায়। শুধু বারুইপাড়াই নয়, ফুলবাড়িয়া, মালিহাদ, সদরপুর, তালবাড়িয়ায়, বহলবাড়িয়া, পোড়াদহ ইউনিয়নেও উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনে। তবে মালিহাদ ও তালবাড়িয়ায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে উত্তেজনা ছড়ালেও অন্য সব ইউনিয়নে আওয়ামী লীগ ও জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চলছে উত্তেজনা।

তবে উত্তেজনা যাই হোক আওয়ামী লীগ-জাসদ মহাজোটের শরিক হলেও বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন তাঁরা। নির্বাচনে নিজেদের সম্মান বজায় রাখতে জেলার শীর্ষ নেতাদের দৃষ্টি এখন উপজেলার ১১ ইউনিয়নের দিকে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী দাবি করেন মিরপুরে আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হবে। তবে তাঁর চাওয়া কোনো বিশৃঙ্খলা নয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে এখানে। কয়েকটি ইউনিয়নে জাসদ প্রভাব খাটানোর চেষ্টা করছে। সে বিষয়ে প্রশাসনের সতর্ক দৃষ্টি প্রত্যাশা করেন আ.লীগের এই নেতা।

জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনের অবশ্য উল্টো সুর। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। বারুইপাড়া, বহলবাড়িয়াসহ মিরপুরের অধিকাংশ ইউনিয়নে এমনটি ঘটছে। তাঁর দাবি সুষ্ঠু ভোট হলে তাঁদের প্রার্থীরাই বিজয়ী হবেন। যদিও সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রশাসনকে সঠিক পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তিনি।

এদিক নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে দাবি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার। তিনি বলেন এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে করে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে তাঁদের সতর্ক দৃষ্টি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত