Ajker Patrika

সন্জীদা খাতুনকে নিয়ে গান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২: ৩১
সন্জীদা খাতুনকে নিয়ে গান

সন্জীদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। ‘তুমি দাঁড়াও আমার পাশে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুদর্শনা অলকানন্দা কুন্ডু। সংগীতায়োজন করেছেন সৌর। ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান মিথুন, তাঁর নিজস্ব চ্যানেলেই গানটি প্রকাশ করা হয়েছে।

সন্জীদা খাতুন একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। বাংলাদেশের এক বর্ণাঢ্য ও অনন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে তিনি শুদ্ধতার প্রতীক। মহান স্বাধীনতা আন্দোলনের ভিত তৈরিতে যে ছায়ানট অগ্রণী ভূমিকা রেখেছে, তিনি তার সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। সাহিত্যের অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন দীর্ঘ সময়, দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।

ছায়ানট প্রতিষ্ঠা করে দেশের সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে যে অবিসংবাদিত ভূমিকা পালন করে যাচ্ছেন সন্জীদা খাতুন, তাতে জাতি তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।

সন্জীদা খাতুন ভাষা আন্দোলন থেকে শুরু করে তাঁর জীবনের পুরো সময়ই কাটিয়েছেন রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান, লোকসংগীত প্রসারের জন্য। বাঙালিকে তার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হতে দেননি যাঁরা, তিনি তাঁদেরই একজন। পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কৃতজনদের নিয়ে আয়োজন করেছিলেন কবিগুরুর জন্মশতবর্ষ উদ্‌যাপনের। নতুন দেশ পাওয়ার পর তাঁর সাংস্কৃতিক পথরেখা নির্ধারণে নিজের জীবন উৎসর্গ করেছেন। যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আজও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত