Ajker Patrika

মোংলায় চোরাই তেলসহ যুবক আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ৫০
মোংলায় চোরাই তেলসহ যুবক আটক

বাগেরহাটের মোংলায় গত রোববার গভীর রাতে ২ হাজার ৭৬০ লিটার চোরাই ডিজেলসহ মো. হাফিজুর মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের সদস্যরা। এ সময় একটি ট্রলারও জব্দ করে কোস্টগার্ড। আটক ব্যক্তি চোরাকারবারি বলে জানায় কোস্টগার্ড। আটক ব্যক্তি, তেল ও ট্রলার গতকাল সোমবার সকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চল সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম বলেন, রোববার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা ও হারবাড়িয়ার দুটি টহল দল পশুর নদীর হারবাড়িয়াসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাশিয়া গ্রামের মো. হাফিজুর মোল্লাকে আটক করে কোস্টগার্ড। সোমবার সকালে তেলসহ তাঁকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে কোস্টগার্ড ব্যারেল বোঝাই ২ হাজার ৭৬০ লিটার ডিজেল ও চোরাকারবারিকে মোংলা থানায় হস্তান্তর করেছে। আটক চোরাকারবারিকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত