Ajker Patrika

সেতুর মাঝে গর্ত

মো. শামীম রেজা, রাজবাড়ী
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬: ২৮
সেতুর মাঝে গর্ত

সড়ক আছে, সেতু আছে, তবে চলাচলের অনুপযোগী। চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামার পাড়ার সেতুটির মাঝে বড় একটি গর্ত। এই ঝুঁকিপূর্ণ সেতু ব্যবহার করে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে।

উপজেলার মাঝপাড়া রেলস্টেশন থেকে মেঘনা, খামার পাড়া ও সেনগ্রাম এলাকা পর্যন্ত প্রায় সাত-আট কিলোমিটার সড়কের একাধিক সেতু চলাচলের অনুপযোগী। এ ছাড়া পুরো সড়ক খানাখন্দে ভরা। এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ও সেতু ব্যবহার করে পাংশা, রাজবাড়ী ও পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ায় আসা-যাওয়া করেন।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মালামাল নিয়ে এই সেতু পার হতে দুর্ভোগে পড়তে হয়। অনেকে অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প সড়ক দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সেতু ও সড়ক সংস্কারের দাবি জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

ভ্যানচালক করিম শেখ বলেন, তিন বছর আগ এই সেতু ভেঙে গেছে। এখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। নতুন কেউ এই পথে আসলে দুর্ঘটনার শিকার হন। রাতে চলাচল করা যায় না। কিন্তু দায়িত্বরত কর্মকর্তারা সেতুটি ও সড়কের খানাখন্দ মেরামত করছেন না।

পথচারী উসমান প্রামাণিক বলেন, ‘দোষ মেম্বার-চেয়ারম্যানের নয়। দোষ আমাদের কপালের। না হলে তিন বছর ধরে এই সেতু ভেঙে রয়েছে। এলাকার ৩০ / ৪০ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করে। তবু কোনো মেম্বার-চেয়ারম্যান একটু দেখতেও আসল না। শুধু আশ্বাস পেয়েছি।’

ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, সেতুটির অবস্থা খুবই খারাপ। কোনো ধরনের যানবান চলাচল করতে পারে না। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, মাঝপাড়া রেলস্টেশন থেকে মেঘনা খামার পাড়া ও সেনগ্রাম পর্যন্ত সড়কের কাজ চলমান। নির্বাচনের পর এই কাজ শেষ হবে। চলাচলের অনুপযোগী সেতুগুলো দ্রুত সংস্কার করা হবে।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, সেতুটি সংস্কারের জন‍্য প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণকাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত