সম্পাদকীয়
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন নতুন গানের প্রয়োজন হয়ে পড়ে, তখন শহীদুল ইসলাম, টি এইচ শিকদার, সরদার আলাউদ্দিন, মোর্শেদ আলী, শফি বাঙালি প্রমুখ লিখতে শুরু করলেন গান।
সে সময় কামাল লোহানীর হাতে এসে পৌঁছাল গোবিন্দ হালদারের লেখা দুটো গানের খাতা। খাতা দুটো পৌঁছে দিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থক, চলচ্চিত্রকর্মী ও চারুশিল্পী কামাল আহমেদ। কামাল লোহানী খাতা দুটো পেয়ে সমর দাসকে দিলেন বাছাই করে সুরারোপ করতে। আপেল মাহমুদকে বললেন, ‘কী হে, তোমরা নতুন গান করতে পারো না?’
আপেল মাহমুদ গান চাইলেন। সমর দাসের কাছ থেকে একটি খাতা নিয়ে দেওয়া হলো আপেলকে। ‘একটি ফুলকে বাঁচাব বলে...’ গানটি সুর করে ফেললেন তিনি। সমর দাস কোরাসে করালেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল...’। পটুয়া কামরুল হাসানের নেতৃত্বে রেকর্ড হলো ব্রতচারী গান, ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ...’।
এভাবেই গানের সংখ্যা বাড়তে লাগল। সময় বয়ে যেতে লাগল কায়-ক্লেশে। অবশেষে এসে পৌঁছাল বিজয়-বার্তা। জানা হয়ে গেল, পাকিস্তানি বাহিনী ঢাকার রেসকোর্সে আত্মসমর্পণ করেছে। ফলে এক নম্বর স্টুডিও থেকে একটা বিশেষ সংবাদ বুলেটিন প্রচারিত হতে হবে। আনন্দ আর ক্ষোভের মিশ্রণে কামাল লোহানী সেটা লিখে ফেললেন। নিয়মিত বুলেটিন পড়ার কথা বাবুল আখতারের। তখন হাসান ইমামও এসেছেন। তিনি পড়তে চাইলেন বিশেষ বুলেটিন। বারণ করা হলো তাঁকে। রেকর্ডিং করতে বসলেন বাবুল। কিন্তু তাঁর কণ্ঠে বাক্যবিন্যাস অনুযায়ী ক্রোধ, ক্ষোভ ফুটে উঠছিল না।
তখন অন্যরা বললেন, ‘লোহানী ভাই, আপনি ভয়েস দেন।’
একটু দ্বিধা ছিল লোহানীর মনে। তিনি তো হাসান ইমামকে নিষেধ করেছেন! তারপরও ১৬ ডিসেম্বরের বিজয় সংবাদটি পড়লেন কামাল লোহানী। বিজয়ের সংবাদ পাঠ করে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি।
সূত্র: কামাল লোহানী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস, পৃষ্ঠা ৬১-৬২
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন নতুন গানের প্রয়োজন হয়ে পড়ে, তখন শহীদুল ইসলাম, টি এইচ শিকদার, সরদার আলাউদ্দিন, মোর্শেদ আলী, শফি বাঙালি প্রমুখ লিখতে শুরু করলেন গান।
সে সময় কামাল লোহানীর হাতে এসে পৌঁছাল গোবিন্দ হালদারের লেখা দুটো গানের খাতা। খাতা দুটো পৌঁছে দিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থক, চলচ্চিত্রকর্মী ও চারুশিল্পী কামাল আহমেদ। কামাল লোহানী খাতা দুটো পেয়ে সমর দাসকে দিলেন বাছাই করে সুরারোপ করতে। আপেল মাহমুদকে বললেন, ‘কী হে, তোমরা নতুন গান করতে পারো না?’
আপেল মাহমুদ গান চাইলেন। সমর দাসের কাছ থেকে একটি খাতা নিয়ে দেওয়া হলো আপেলকে। ‘একটি ফুলকে বাঁচাব বলে...’ গানটি সুর করে ফেললেন তিনি। সমর দাস কোরাসে করালেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল...’। পটুয়া কামরুল হাসানের নেতৃত্বে রেকর্ড হলো ব্রতচারী গান, ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ...’।
এভাবেই গানের সংখ্যা বাড়তে লাগল। সময় বয়ে যেতে লাগল কায়-ক্লেশে। অবশেষে এসে পৌঁছাল বিজয়-বার্তা। জানা হয়ে গেল, পাকিস্তানি বাহিনী ঢাকার রেসকোর্সে আত্মসমর্পণ করেছে। ফলে এক নম্বর স্টুডিও থেকে একটা বিশেষ সংবাদ বুলেটিন প্রচারিত হতে হবে। আনন্দ আর ক্ষোভের মিশ্রণে কামাল লোহানী সেটা লিখে ফেললেন। নিয়মিত বুলেটিন পড়ার কথা বাবুল আখতারের। তখন হাসান ইমামও এসেছেন। তিনি পড়তে চাইলেন বিশেষ বুলেটিন। বারণ করা হলো তাঁকে। রেকর্ডিং করতে বসলেন বাবুল। কিন্তু তাঁর কণ্ঠে বাক্যবিন্যাস অনুযায়ী ক্রোধ, ক্ষোভ ফুটে উঠছিল না।
তখন অন্যরা বললেন, ‘লোহানী ভাই, আপনি ভয়েস দেন।’
একটু দ্বিধা ছিল লোহানীর মনে। তিনি তো হাসান ইমামকে নিষেধ করেছেন! তারপরও ১৬ ডিসেম্বরের বিজয় সংবাদটি পড়লেন কামাল লোহানী। বিজয়ের সংবাদ পাঠ করে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি।
সূত্র: কামাল লোহানী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস, পৃষ্ঠা ৬১-৬২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫