Ajker Patrika

রাতের অন্ধকারে সাত শ পেঁপেগাছ কাটল দুর্বৃত্তরা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১: ৩৮
রাতের অন্ধকারে সাত শ পেঁপেগাছ কাটল দুর্বৃত্তরা

দুই বিঘা জমির প্রতিটি পেঁপেগাছে থোকায় থোকায় ফুল ধরেছে। শিগগিরই সব কটি গাছেই ধরবে পেঁপে। তার আগেই গাছগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার আজিমপুর গ্রামে মো. জামাল হোসেনের বাগানে ঘটেছে এ ঘটনা।

গতকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন কৃষক জামাল। এতে শাহিনুর রহমান, মাফুজ, হাসান ও হোসাইন নামে চার প্রতিবেশীকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডিঙ্গি এলাকার দুই ভাই মো. জামাল হোসেন ও বাদল হোসেন পার্শ্ববর্তী আজিমপুর এলাকায় আড়াই বিঘা জমি লিজ নিয়ে পেঁপেবাগান করেন। বাগানে গত বছরের পুরোনো পেঁপেগাছ আছে। তবে সে গাছে ফলন কম হওয়ায় একই জমিতে নতুন করে পেঁপের চারা রোপণ করেন।

কয়েক মাস আগে লাগানো প্রতিটি গাছেই থোকায় থোকায় ফুল ধরেছে। হয়তো মাসখানেকের মধ্যেই প্রতিটি গাছে পেঁপে আসবে। এমন সময় ওই বাগানের প্রায় ৭০০ পেঁপেগাছ অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

পেঁপেচাষি জামাল হোসেন বলেন, ‘আড়াই বিঘা জমিতে আড়াই লাখ টাকা খরচ করে পেঁপেবাগান করি। ওই বাগানের দুই বিঘা জমির ৭০০টি পেঁপের চারা রাতের অন্ধকারে কেটে ফেলেছে। বাগান থেকে এ বছর প্রায় ৮ লাখ টাকার পেঁপে বিক্রি করার সম্ভাবনা ছিল। এমন সময়ে গাছগুলো কেটেছে, নতুন করে আবার চারা রোপণ করাও সম্ভব নয়।’

জামাল বলেন, ‘প্রতিবেশী শাহিনুর রহমান, মাফুজ, হাসান, হোসাইনসহ কয়েকজন যুবক সপ্তাহখানেক আগে বাগানের পুরোনো গাছের পাকা পেঁপে চুরি করে বিক্রি করে দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেন। আমার ধারণা, ওই চার যুবক রাতের অন্ধকারে আমার পেঁপেবাগানের চারা কেটে ফেলেছে।’

এ বিষয়ে অভিযুক্ত শাহিনুর রহমান বলেন, ‘সপ্তাহখানেক আগে আমরা ৪-৫ জন পাকা পেঁপে চুরি করি। পরে এলাকার লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু পেঁপেগাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না। হয়তো অন্য কেউ পেঁপেগাছ কেটে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।’

সিঙ্গাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান সপন বলেন, ‘রাতের অন্ধকারে পেঁপের চারা কাটার বিষয়টি শুনেছি। পূর্বশত্রুতার জেরে পেঁপেগাছ কাটা খুবই দুঃখজনক। মাঝেমধ্যেই কৃষকদের সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে। দোষীদের আইনের আওতায় আনা জরুরি।’

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত