কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে শনাক্তের দাবি করেছে পুলিশ। সংগ্রহ করা সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়।
ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তিনি নগরীর ১৭ নম্বর ওয়ার্ড তেলিকোনা সাহাপাড়ার বাসিন্দা। এদিকে পরিবারের সদস্যরা বলছেন, ইকবাল অবাধ্য সন্তান। তিনি দোষী হলে তাঁকে শিগগির গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।
জেলা পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার দিন নগরীর নানুয়া দিঘির পূজামণ্ডপ এলাকায় এক যুবক ঘোরাঘুরি করছেন। অপর আরেক ফুটেজে দেখা যায়, নানুয়া দিঘি সংলগ্ন দারোগা বাড়ির শাহ আবদুল্লাহ গাজীপুরি মাজার থেকে ওই যুবক পবিত্র কোরআন শরিফ হাতে বের হচ্ছেন। এই ব্যক্তিকে ইকবাল হোসেন বলে শনাক্ত করেছেন তাঁর ভাই রায়হান হোসেনও।
ইকবাল ওই এলাকার নূর আহমেদ আলমের বড় ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি। ইকবালের পরিবার সাহাপাড়ার রবীন্দ্র চন্দ্র সূত্রধরের নবলক্ষ্মী কুটিরের তৃতীয় তলায় ভাড়া থাকে।
গত বুধবার রাত ১০টায় ইকবালের পরিবারের ভাড়া বাসায় গিয়ে কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে প্রতিবেশীদের তথ্যমতে পাশেই বড় বোন ফারজানার বাসায় গিয়ে ইকবালের মা, ভাই ও বোনদের খোঁজ পাওয়া যায়।
ইকবালের মা আমেনা খাতুন বলেন, পূজামণ্ডপের ঘটনার পর ইকবালের সঙ্গে তাঁর আর দেখা হয়নি। পরে ১৫ অক্টোবর পুলিশ ইকবালের বাবা, ছোট ভাই ছোটন ও মামা বাসচালক তাজির ইসলামকে নিয়ে যায়। মা আরও বলেন, ইকবাল একসময় নেশা করত। বন্ধুদের সঙ্গে মারামারির পর সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ কারণে প্রথম স্ত্রী চলে যায়। পরে আবারও তাঁকে বিয়ে করানো হয়। ইকবাল মা ও স্ত্রী-সন্তানদের প্রায়ই মারধর করত বলে জানান তার মা। মা আরও বলেন, ‘ইকবাল আমাদের অবাধ্য সন্তান। সে যদি এ কাজ করে থাকে, তাকে ধরার অনুরোধ করি। তার বিচার আমরাও চাই।’
ইকবালের ভাই রায়হান হোসেন বলেন, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে হয়তো কেউ ব্যবহার করে থাকতে পারে। তবে তাঁকে গ্রেপ্তার করলে বিস্তারিত জানা যাবে। নিজেদের বাসায় তালা লাগিয়ে বোনের বাসায় আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই বাড়িতে প্রশাসনসহ বিভিন্ন লোকের আনাগোনা বেড়েছে। এতে বাড়ির মালিকের আপত্তির কারণে আমরা সে বাসায় তালা লাগিয়ে বোনের বাসায় অবস্থান নিয়েছি।’
ইকবালের বড় বোন ফারজানা আক্তার বলেন, নগরীর তেলিকোনে তাঁদের নিজেদের বাড়ি ছিল। বাড়ি বিক্রি করার পর আশপাশ এলাকায় ভাড়া থাকছেন তাঁরা। বাবা ভ্যানগাড়িতে করে ফলের ব্যবসা করেন। দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে ইকবাল সবার বড়। বোন বলেন, ‘আমরাও চাই তিনি দ্রুত গ্রেপ্তার হোক। গ্রেপ্তার হলে আমাদের ওপর চাপ কিছুটা কমবে।’
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত ব্যক্তিকে সহসাই আমরা গ্রেপ্তার করব। তা ছাড়া আমাদের কাছে আরও অনেক ফুটেজ আছে, যা তদন্তে সহায়ক হবে। এ বিষয়ে পরে আমরা বিস্তারিত জানাব।’
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়া দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় জেলার কোতোয়ালি, সদর দক্ষিণ, দাউদকান্দি থানায় এ পর্যন্ত আটটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৯২ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৯২ জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে শনাক্তের দাবি করেছে পুলিশ। সংগ্রহ করা সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়।
ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তিনি নগরীর ১৭ নম্বর ওয়ার্ড তেলিকোনা সাহাপাড়ার বাসিন্দা। এদিকে পরিবারের সদস্যরা বলছেন, ইকবাল অবাধ্য সন্তান। তিনি দোষী হলে তাঁকে শিগগির গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।
জেলা পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার দিন নগরীর নানুয়া দিঘির পূজামণ্ডপ এলাকায় এক যুবক ঘোরাঘুরি করছেন। অপর আরেক ফুটেজে দেখা যায়, নানুয়া দিঘি সংলগ্ন দারোগা বাড়ির শাহ আবদুল্লাহ গাজীপুরি মাজার থেকে ওই যুবক পবিত্র কোরআন শরিফ হাতে বের হচ্ছেন। এই ব্যক্তিকে ইকবাল হোসেন বলে শনাক্ত করেছেন তাঁর ভাই রায়হান হোসেনও।
ইকবাল ওই এলাকার নূর আহমেদ আলমের বড় ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি। ইকবালের পরিবার সাহাপাড়ার রবীন্দ্র চন্দ্র সূত্রধরের নবলক্ষ্মী কুটিরের তৃতীয় তলায় ভাড়া থাকে।
গত বুধবার রাত ১০টায় ইকবালের পরিবারের ভাড়া বাসায় গিয়ে কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে প্রতিবেশীদের তথ্যমতে পাশেই বড় বোন ফারজানার বাসায় গিয়ে ইকবালের মা, ভাই ও বোনদের খোঁজ পাওয়া যায়।
ইকবালের মা আমেনা খাতুন বলেন, পূজামণ্ডপের ঘটনার পর ইকবালের সঙ্গে তাঁর আর দেখা হয়নি। পরে ১৫ অক্টোবর পুলিশ ইকবালের বাবা, ছোট ভাই ছোটন ও মামা বাসচালক তাজির ইসলামকে নিয়ে যায়। মা আরও বলেন, ইকবাল একসময় নেশা করত। বন্ধুদের সঙ্গে মারামারির পর সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ কারণে প্রথম স্ত্রী চলে যায়। পরে আবারও তাঁকে বিয়ে করানো হয়। ইকবাল মা ও স্ত্রী-সন্তানদের প্রায়ই মারধর করত বলে জানান তার মা। মা আরও বলেন, ‘ইকবাল আমাদের অবাধ্য সন্তান। সে যদি এ কাজ করে থাকে, তাকে ধরার অনুরোধ করি। তার বিচার আমরাও চাই।’
ইকবালের ভাই রায়হান হোসেন বলেন, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে হয়তো কেউ ব্যবহার করে থাকতে পারে। তবে তাঁকে গ্রেপ্তার করলে বিস্তারিত জানা যাবে। নিজেদের বাসায় তালা লাগিয়ে বোনের বাসায় আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই বাড়িতে প্রশাসনসহ বিভিন্ন লোকের আনাগোনা বেড়েছে। এতে বাড়ির মালিকের আপত্তির কারণে আমরা সে বাসায় তালা লাগিয়ে বোনের বাসায় অবস্থান নিয়েছি।’
ইকবালের বড় বোন ফারজানা আক্তার বলেন, নগরীর তেলিকোনে তাঁদের নিজেদের বাড়ি ছিল। বাড়ি বিক্রি করার পর আশপাশ এলাকায় ভাড়া থাকছেন তাঁরা। বাবা ভ্যানগাড়িতে করে ফলের ব্যবসা করেন। দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে ইকবাল সবার বড়। বোন বলেন, ‘আমরাও চাই তিনি দ্রুত গ্রেপ্তার হোক। গ্রেপ্তার হলে আমাদের ওপর চাপ কিছুটা কমবে।’
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত ব্যক্তিকে সহসাই আমরা গ্রেপ্তার করব। তা ছাড়া আমাদের কাছে আরও অনেক ফুটেজ আছে, যা তদন্তে সহায়ক হবে। এ বিষয়ে পরে আমরা বিস্তারিত জানাব।’
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়া দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় জেলার কোতোয়ালি, সদর দক্ষিণ, দাউদকান্দি থানায় এ পর্যন্ত আটটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৯২ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৯২ জনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫