Ajker Patrika

হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৫৯
হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

গোপালগঞ্জের কাশিয়ানীতে সোনা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এ মামলার আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চর ভাট পাড়া গ্রামের মো. বাদশা শেখ, লেবু শেখ ও মো. তোতা মুন্সী। বেকসুর খালাস পাওয়া পাঁচ আসামি হলেন বেলায়েত হোসেন, পটু শেখ, মো. নজরুল ইসলাম, মো. লিয়াকত শেখ ও হাবিল শেখ। আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে কাশিয়ানীর সোনা মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই সময় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মামলা করার ১৮ বছর পর দীর্ঘ শুনানি শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেকে ১০ হাজার করে টাকা জরিমানা করেন আদালত। মামলার রায় চলাকালীন দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। এখন পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। সরকারি পক্ষের এপিপি মো. শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষের ফজলুল হক খান ও মো. আবু তালেব শেখ মামলাটি পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত