Ajker Patrika

উত্তর-পূর্বের মেলবন্ধন

­­ জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ৩৩
উত্তর-পূর্বের মেলবন্ধন

উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মেলবন্ধন তৈরি করল ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে নবদিগন্তের সূচনা হলো।

গতকাল বৃহস্পতিবার এই আনন্দের সন্ধিক্ষণে ২৬ জন যাত্রী নিয়ে সরাসরি চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে উদ্বোধনী ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ডাকুডা বিমান থেকে দেশে চলছে অত্যাধুনিক ড্রিম লাইনার বিমান, যা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। টুরিজম ও এভিয়েশন শিল্পের বিকাশে সরকার কাজ করছে। বেসরকারি বিমান সংস্থাগুলোকে সব সহযোগিতা করবে সরকার। যাত্রীসেবার মানের প্রশ্নে আপস না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিমানের যাত্রীসেবার সামান্য ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন বিকাশে যাত্রীদের নিরাপদ ভ্রমণের পরিবেশ তৈরি করতে আমরা বদ্ধপরিকর।

ইউএস-বাংলা এয়ারলাইনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে এভিয়েশন শিল্পের ভঙ্গুর সময়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। ১৫০ জন থেকে বর্তমানে এটি ১৫ হাজার কর্মীর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এভিয়েশন শিল্পের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন তিনি। দেশি বিমানে যাতায়াত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি পাইলটরা বিশ্বের সেরা পাইলট। বর্তমানে ইউএস–বাংলার সব এয়ারক্রাফট নতুন। বিশ্বের প্রথম সারির কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে সেবা দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

সৈয়দপুর–চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু ছাড়া গতকাল যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ফ্লাইট চালু হয়। এর ধারাবাহিকতায় চলতি অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু করার সিদ্ধান্ত রয়েছে সংস্থাটির।

সুজনের রংপুর কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম মোবাইল ফোনে জানান, রংপুর অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের ব্যবসায়িক কাজে প্রতিনিয়ত চট্টগ্রাম যেতে হয়। সরাসরি এ রুটে ফ্লাইট চালু হওয়ায় প্রায় দুই ঘণ্টা সময় ও অর্থ সাশ্রয় হবে। শাটল বাস সার্ভিস থাকায় নিশ্চিন্তে নিরাপত্তার সঙ্গে বিমানবন্দরে পৌঁছানো যাবে, যাতে বাড়তি ঝামেলা আর পোহাতেহবে না।

দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি শামীম চৌধুরী বলেন, মানুষের দৃষ্টিভঙ্গির এখন আমূল পরিবর্তন হয়েছে। সস্তায় দীর্ঘ সময় ব্যয় করে গন্তব্যে আর পৌঁছাতে চায় না। যুগের সঙ্গে তাল মেলাতে সময় সাশ্রয় করে মানুষ ছুটছে জীবিকার সন্ধানে। সেখানে এ রুটে ইউএস-বাংলা দিচ্ছে সময়ের পাশাপাশি অর্থেরও সাশ্রয়। পিছিয়ে পড়া এ অঞ্চলের ব্যবসা চাঙ্গা হবে সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি বিমান চলাচলের মধ্য দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত