Ajker Patrika

কনটেন্টের মান বাড়ানো ছাড়া কোনো সমাধান নেই

নাজমুল হক নাঈম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২১
কনটেন্টের মান বাড়ানো ছাড়া কোনো সমাধান নেই

অভিনেতা ইয়াশ রোহান। কাজ করছেন নাটক, ওটিটি, সিনেমা—তিন মাধ্যমেই। সম্প্রতি নাম লিখিয়েছেন কণ্ঠ অভিনেতা হিসেবে। অভিনয়ে ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে ইয়াশের সঙ্গে কথা বলেছেন নাজমুল হক নাঈম

বর্তমান ব্যস্ততা কেমন যাচ্ছে?

ব্যস্ততা তো ভালোই। বলতে গেলে এখন নিয়মিতই কাজ করছি। নাটক ও ওয়েব সিরিজে সময় দিচ্ছি। বেশ কয়েকটি কাজ আসছে সামনে। সিনেমা নিয়েও আলাপ চলছে। এই তো, এভাবেই চলছে। 

কাজের ক্ষেত্রে কোয়ালিটি নাকি কোয়ান্টিটি—কোনটায় বিশ্বাসী আপনি?

অবশ্যই আমার কাছে কোয়ালিটি গুরুত্বপূর্ণ। যেকোনো কাজ করার ক্ষেত্রে কোয়ালিটি নিশ্চিত হয়েই সে কাজে নিজেকে অন্তর্ভুক্ত করি। আমার কাছে কাজের পরিমাণের চেয়ে ভালো কাজ সব সময় গুরুত্বপূর্ণ। তাই কাজ বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিই। 

দর্শকেরা এখন বিদেশি কনটেন্টের সঙ্গে বাংলা কনটেন্টের তুলনামূলক সমালোচনা করছেন। বিষয়টা আপনি কীভাবে দেখেন?

তুলনাটা স্বাভাবিক। মানুষ প্ল্যাটফর্মগুলোয় টাকা খরচ করে কনটেন্ট দেখেন। আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোয় যেমন করে আমরা পে করে কনটেন্ট দেখি, দেশের ওটিটিতেও পে করে দেখি। এখানে আসলে এক্সকিউজের সুযোগ নেই। আমাদের কনটেন্টের মান বাড়ানো ছাড়া এর কোনো সমাধান নেই।

’পরাণ’ সিনেমার একটি দৃশ্যে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ইয়াশ রোহানপরাণের সাফল্যের পর নতুন সিনেমার অভিনয়ে কোনো চাপ অনুভব করছেন কি না?

না, চাপ অনুভব হয় না; বরং পরাণের সাফল্য আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে সাফল্য ধরে রাখার একটা চাপ তো অবশ্যই থাকে, কিন্তু আমার ক্ষেত্রে এটা আমার কাজের স্পৃহা আরও বাড়িয়েছে। 

নতুন কোনো সিনেমায় কবে দেখা যাবে আপনাকে?

কিছু গল্প ও চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে। কয়েকটা গল্প আমার ভালো লেগেছে। কোনো কিছুর সিদ্ধান্ত এলে অবশ্যই আপনারা জানবেন।

আপনার মা-বাবা বাংলাদেশের গুণী দুজন অভিনেতা, আপনার অভিনয় নিয়ে বাসায় সমালোচনা হয়?

আমার বাসায় এ বিষয়গুলো নিয়ে কখনো আলোচনা হয় না। বাসায় আমরা যখন একসঙ্গে থাকি, তখন শুধু পরিবারের বিষয়গুলো নিয়েই আলোচনা হয়। আমার ধারণা, মা-বাবা আমার অভিনয় নিয়ে সমালোচনা করলেও সেটা বেশি করবেন, আবার প্রশংসা করলেও হয়তো বাড়িয়ে করবেন। তাই বিষয়গুলো আমরা বাসায় টানি না। 

ফেরা নামের একটি ওয়েব সিরিজে কাজ করার কথা আপনার। সিরিজটির কী খবর?

এটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আছে। আপাতত তাই মুখে তালা দেওয়া আছে। শিগগির ঘোষণা আসবে। তত দিন আমার মুখ থেকে কিছু বের করা যাবে না। 

ইয়াশ রোহান। ছবি: সংগৃহীতসম্প্রতি কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করছেন। নতুন অভিজ্ঞতা কেমন লাগছে?

ডাবিংয়ের কাজটা সহজ বিষয় নয়। তবে যাঁরা নিয়মিত এ কাজ করেন, তাঁদের জন্য হয়তো সহজ। বিষয়টি আমার জন্য খুব উচ্ছ্বাসের এবং উপভোগ্য বটে। আমার বেশ ভালো লেগেছে।

ক্যারিয়ারে নিজেকে কোথায় দেখতে চান?  

আসলে আমি অভিনয়কে এনজয় করছি। যত দিন এনজয় করব, তত দিন অভিনয় করে যেতে চাই। একজন ভালো অভিনেতা, সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত