Ajker Patrika

রাস্তা খুঁড়ে রাখা ছয় মাস ধরে, দুর্ভোগ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ৫৫
রাস্তা খুঁড়ে রাখা ছয় মাস ধরে, দুর্ভোগ

রাস্তা খুঁড়ে রাখা হয়েছে ছয় মাস ধরে। কোথাও কোথাও বালু ফেলা হয়েছে স্তূপ করে। এখনো পাকাকরণের কাজ শেষ না করায় পথচারীরা দুর্ভোগে রয়েছেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার রাস্তায়।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন-৩ প্রকল্পের (আইআরআইডিপি-৩) আওতায় শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী বাজার থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বাড়ি পর্যন্ত ১ হাজার ২৩৫ মিটার রাস্তা পাকাকরণের কাজ গত বছরের অক্টোবরে শুরু হয়। এ ছাড়া একটি বক্স কালভার্ট এবং একটি ড্রেন নির্মাণের কাজ করা হচ্ছে। ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দের জনবহুল রাস্তাটির কাজ অজানা কারণে বন্ধ থাকায় ইউনিয়নের বানিয়াডাঙ্গী, আজিজপুর ও ডাঙ্গাপাড়া এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

এ ছাড়া মোশাররফ হোসেন প্রধান কলেজ, কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চবিদ্যালয়, কাউয়ামারী বালিকা উচ্চবিদ্যালয় ও কাউয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী পড়েছে ভোগান্তিতে। রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখায় কোনো যানবাহন চলতে পারে না, এ কারণে কৃষকেরা কৃষিপণ্য বিক্রির জন্য বাজারে নিতে পারেন না। রাস্তাটি এভাবে ফেলে রাখায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফী আক্তার, মুন আক্তার মুন্নি ও লামিয়া আক্তার বলে, ‘বালুর ওপর দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাই। পোশাক ময়লা হয়, ক্লান্ত হয়ে যাই। রাস্তাটির কাজ দ্রুত শেষ করার অনুরোধ করছি।’

ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা কৃষক আব্দুল জব্বার, আজিজপুর গ্রামের যুবক সেলিম হোসেন ও কাউয়ামারী বাজারের মুদিদোকানি সেরাজুল ইসলাম বলেন, ‘রাস্তাটির জন্য আমাদের কষ্টের শেষ নেই। কৃষিপণ্য বিক্রি করতে বাজারে নেওয়া সম্ভব হয় না। কাজ না করলে এভাবে রাখার মানে কী?’

মোশাররফ হোসেন প্রধান কলেজের অধ্যক্ষ রেজা আহমেদ প্রধান বলেন, ‘রাস্তাটি খুঁড়ে ফেলে রাখায় এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুব সমস্যায় পড়েছে।’

রাস্তাটির পাকাকরণ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম বলেন, দ্রুত নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত