Ajker Patrika

জামানত হারালেন চার চেয়ারম্যান প্রার্থী

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৬
জামানত হারালেন চার চেয়ারম্যান প্রার্থী

সদ্য সমাপ্ত ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খাজাঞ্চী ও লামাকাজি ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে খাজাঞ্চী ইউনিয়নে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল বাছিত, লামাকাজি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবেদুর রহমান আসকির, গোলাম কিবরিয়া তালুকদার ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আতাউর রহমান জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, দুটি ইউপিতে ভোট বিশ্লেষণে ইসলামি আন্দোলন বাংলাদেশের দুজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী জামানত হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত