Ajker Patrika

আবাসন পণ্যে বাহারি অফার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০: ৩৪
আবাসন পণ্যে বাহারি অফার

মেলা উপলক্ষে ফ্ল্যাট ও প্লট বুকিং দিলে ক্রেতারা পাচ্ছেন নগদ ছাড়, তাৎক্ষণিক পুরস্কারসহ নানা সুবিধা। অন্যদিকে কম সুদে ঋণ সহায়তা এবং ঋণ প্রক্রিয়ার ব্যয়ে ছাড় দিচ্ছে মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। নির্মাণসামগ্রীর বিভিন্ন কোম্পানিও মেলায় দিচ্ছে বিশেষ ছাড়। ক্রেতা-দর্শনার্থীদের নানা অফার নিয়ে এসেছে প্রপার্টি লিফট। মেলা উপলক্ষে বুকিং দিলেই বিদেশ ভ্রমণের পাশাপাশি আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এ ছাড়া রয়েছে ফ্রি সার্ভিস, মেইনটেনেন্সসহ এক বছরের গ্যারান্টি-ওয়ারেন্টি। মেলায় অংশ নিয়েছে ওয়ালটন এলিভেটর। প্যাসেঞ্জার লিফট, ক্যাপসুল লিফট, হসপিটাল লিফট, অ্যাসকেলেটর, কার লিফটসহ নানা পণ্য প্রদর্শন করছে প্রপার্টি লিফট। অন্যদিকে ওয়ালট প্রদর্শন করছে প্যাসেঞ্জার এলিভেটর, কার্গো এলিভেটর, কেবিন মডেলসহ অন্যান্য পণ্য।

ওয়ালটন এলিভেটর তাদের পণ্য কিনলেই মালয়েশিয়ার এয়ার টিকিট ফ্রি দিচ্ছে। প্রতিষ্ঠানটির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারিকুল ইসলাম বললেন, আমরা মেলায় মূলত ক্রেতাদের সঙ্গে সেতুবন্ধনটা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত