Ajker Patrika

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬: ৩৪
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ

নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ করেছে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কো. লিমিটেড। গতকাল বুধবার তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিসের নরসিংদী জেলার ব্যবস্থাপক প্রকৌশলী বরুণ কুমার রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন বিভাগের নরসিংদী জেলার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বলেন, নরসিংদী শহরের পূর্ব দত্ত পাড়ায় আবাসিক রাইজার থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ব্যবহারের কারণে হাজি ফুড প্রডাক্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা জব্দ করা হয়। একই এলাকার অন্য একটি আবাসিক সংযোগ থেকে একটি বিরিয়ানি দোকানে বাণিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ করা হয়। বিচ্ছিন্ন করা রাইজার দুটি ওয়েল্ডিং করে ক্যাপিং করা হয়েছে।

অজিত চন্দ্র দেব আরও বলেন, এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিবিরকান্দি, মেনুরকান্দি এলাকায় আবাসিক রাইজার থেকে হোস পাইপের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ১০০ থেকে ১৫০ ফুট পাইপ জব্দ করা হয়। সেই সঙ্গে প্রায় ২ লাখ টাকা বকেয়ার কারণে ৫টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নরসিংদী জোনাল বিক্রয় অফিসের উপব্যবস্থাপক কাইসার আলম, মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী রাহুল পাল, এটিও মফিজুর রহমান, সহকারী কর্মকর্তা আবু তাহের, ফারুক আহমেদ, সানজারুল আলমসহ সার্ভিস টিমের কর্মচারীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত