Ajker Patrika

ডাচদের চিন্তায় মেসি

ডাচদের চিন্তায় মেসি

লিওনেল মেসির এক সময়ের ক্লাব সতীর্থ নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে যখন জিজ্ঞেস করা হলো, আর্জেন্টিনা অধিনায়ককে কীভাবে আটকাতে হয়?

নিজের ব্যর্থতা লুকাননি ডি ইয়ং,‘না। আমি আসলে জানি না কীভাবে তাকে আটকাতে হয়।’ তাই তো হওয়ার কথা। আগামী পরশু বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফেবারিট আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচের এখনো বাকি চার দিন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে আলোচনা। কীভাবে তাঁকে ঠেকানো যায় এ নিয়ে চিন্তিত ডাচশিবির।

ডাচদের মাঝমাঠের প্রাণভোমরাই বলা যায় ফ্রেঙ্কি ডি ইয়ংকে। মাঝমাঠে ম্যাচের নিয়ন্ত্রণ থেকে শুরু করে আক্রমণেও সমান ভূমিকা রাখা ডি ইয়ংকে যখন সাংবাদিকেরা জিজ্ঞেস করে মেসিকে আটকাতে চান কোন কৌশলে? ডি ইয়ং অকপটেই বলেছেন, ‘১৫ বছর ধরেই সে পার্থক্য গড়ে দিচ্ছে, তাকে কেন্দ্র করে নির্দিষ্ট একক কোনো পরিকল্পনা নেই যে আটকানো যাবে। স্বাভাবিকভাবেই সে অনুশীলনেও পার্থক্য গড়ে দিত। আমাদের তাকে দলীয়ভাবে থামাতে হবে। এ নিয়ে আমরা এখনো বার্তা আদান-প্রদানও করিনি।

আমি কোনো পরিকল্পনাও করিনি। দেখা যাক, শুক্রবারে কী হয়।’

শুক্রবারের আগেই ডাচরা মেসিকে এবং তাঁর দল আর্জেন্টিনাকে হারাতে সুনির্দিষ্ট পরিকল্পনা করে ফেলবে। আর সেটি করতে কোচ লুই ফন গালের সঙ্গে একটু বেশিই সময় যাবে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের। কারণ, রক্ষণের নেতৃত্বও তাঁর হাতে। ক্লাব ফুটবলেও তাঁকেই বেশ কবার মেসিকে আটকানোর পরিকল্পনা করতে হয়েছে। ফন ডাইক বললেন, ‘আমরা যখন আক্রমণ করি তখন এটা খুবই কঠিন হয়ে যায়। কারণ, সে কোনো এক কোনায় আরামে দাঁড়িয়ে থাকে!’ আর এটাই নিঃসন্দেহে ভয়ের কারণ।

নিয়মিত প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরানো মেসিকে আটকাতে সতর্কতাই নিতে হবে তাঁদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত