Ajker Patrika

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৪: ০৪
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল

মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। এখন আমাদের মাথাপিছু আয় ৫৪০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৬০০ ডলার হয়েছে।’

মির্জা আজম তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘আমি ও জাহাঙ্গীর কবির নানক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে রয়েছি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত এ বিশেষ বর্ধিতসভায় আসতে বাধ্য হয়েছি।’ এ সময় তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন, ভুয়াপুর-গোপালপুর আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত