Ajker Patrika

হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ফেনীর পরশুরামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের পক্ষ থেকে পৌর এলাকার শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তব্য দেন পরশুরাম পৌরসভার কাউন্সিলর এনামুল হক এনাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন, মহিলা কাউন্সিলর রাহেলা আক্তার, কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী বেলায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোলাপাড়া জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহাম্মদ, এইড কুমিল্লার শাখা ব্যবস্থাপক ইসমাঈল হোসেন সোহাগ, মানবতার বাতিঘরের উপদেষ্টা মো. জাফর দেওয়ান, মহিলা সম্পাদিকা রহিমা জাফর দেওয়ান, অর্থ-সম্পাদক মনছুর আহাম্মদ, সদস্য মো. ইউছুফ সুফল, ইকরামুল হক সাকিব, আবু বকর ছিদ্দিক, রবিউল হোসেনসহ প্রমুখ।

মানবতার বাতিঘরের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, শতাধিক পরিবারকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। ৬০০ টাকা করে ৭০ হাজার টাকার কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে এই সংগঠনের পক্ষ থেকে মসজিদে ২৪টি বৈদ্যুতিক পাখা দেওয়া হয়েছে। হতদরিদ্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণসহ বেশ কিছু সেবামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত