Ajker Patrika

ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি

ভোলা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১১: ০১
ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি

ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্দোলন প্রস্তুতি কমিটি। গত শনিবার ভোলা মিউনিসিপ্যাল কো-অপারেটিভের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলন প্রস্তুতি কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলায় আরও নতুন তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। এর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া, টবগী ও সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আরও চারটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এখানে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ভোলার গ্যাস ভোলায় দেওয়া হচ্ছে না। কিন্তু এ জেলার মানুষ গ্যাস ব্যবহারের দাবিদার।’

মোবাশ্বির উল্লাহ চৌধুরী জানান, সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি বরাবর এ পর্যন্ত ভোলার ছয় হাজার পরিবার গ্যাসের জন্য আবেদন করেছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ সংযোগ পেয়েছে। তিন বছর আগে ১ হাজার ২০০ পরিবার সরকারের ফান্ডে চাহিদামতো টাকা জমা দিয়েও গ্যাস সংযোগ পায়নি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাইছেন ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হোক। কিন্তু চক্রান্তকারীদের কারণে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে ভোলাবাসী বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত