Ajker Patrika

আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ১৯
আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা

বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ সফল করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর হাইস্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক শেখ আব্দুর সবুরের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সদস্যসচিব সেলিনা ভানু শেলী, বাগেরহাট সদর উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি মো. জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঝষিকেশ কুমার দাশ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক শাহাজাহান আলী খান ও ফকির আফজাল হোসেন প্রমুখ।

সভায় ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভাসহ বিভিন্ন স্থান থেকে আগত শত শত নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

আহ্বায়ক শেখ আব্দুর সবুর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে মৎস্যজীবী লীগ সব সময় কাজ করেছে। ভবিষ্যতে মৎস্যজীবী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ ও মানুষের উন্নয়নে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত