Ajker Patrika

শিমের কেজি ৫, মরিচ ১৫

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
শিমের কেজি ৫, মরিচ ১৫

যশোরের চৌগাছায় পাইকারি বাজারে সবজির দাম হঠাৎ করে পড়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত উঠেছে। বাজারে পাইকারি ব্যাপারী না আসায় হঠাৎ সবজির দাম কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে পাইকারি বাজারে সবজির দাম পড়ে গেলেও মাত্র ২০০ মিটারের মধ্যে খুচরা বাজার থেকে দ্বিগুণ-তিন গুন দামে কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

গতকাল শুক্রবার উপজেলা সদরের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির সরবরাহ তুলনামূলক কম। সরবরাহ কম হলে সাধারণত দাম বেশি হলেও বাজার ঘুরে দেখা যায় উল্টো চিত্র।

বাজারের আড়তদার মুকুল হোসেন বলেন, ‘আজ (শুক্রবার) প্রতিকেজি শিম ৫ থেকে ৮ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ১৫ থেকে ১৭ টাকা, বেগুন ১৮ থেকে ২০ টাকা, পটল ২৮ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়ো ২৮ থেকে ৩০ টাকা, মুলা ৫ থেকে ৬ টাকা, পেঁপে ৫ থেকে ৮ টাকা, বাঁধাকপি ৫ থেকে ৭ টাকা, ফুলকপি ১২ থেকে ১৫ টাকা করে কেজি দরে।

অন্যদিকে মাত্র ২০০ মিটার দূরের খুচরা বাজারে শিমের দাম ২০ থেকে ত্রিশ, ফুলকপি ২০ থেকে ৩০, কাঁচা মরিচ ৩০ থেকে চল্লিশ, বেগুন ৩০ থেকে ৪০, পটল ৪০ থেকে ৫০, মুলা ১৫ থেকে ২০, বাঁধা কপি ২০ থেকে ২৫, পেঁপে ১৫ থেকে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পাইকারি বাজারের আড়তদার মুকুল হোসেন ও দেলোয়ার হোসেন জানান, বাজারে বাইরের পাইকারি ব্যবসায়ীরা কম আসায় সবজির দাম হঠাৎ করে কমে গেছে। যদিও গত সপ্তাহের টানা বৃষ্টির পর থেকেই সবজির দাম নিম্নমুখী ছিল।

মুকুল হোসেন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) যে শিম ১৬ টাকা করে কিনেছিলাম আজ সেই শিম ৬ টাকা করে বিক্রি করা হচ্ছে। আমি গতকাল ১৬ টাকা দরে ৭০০ কেজি শিম কিনে বিক্রির জন্য এক পাইকারি বাজারে পাঠিয়েছিলাম। সেখানে পাঁচ হাজার টাকার ওপরে লোকসান হবে।’

বাজারে শিম বিক্রি করতে আসেন খোকন নামে এক কৃষক। তিনি ৩৫০ কেজি শিম বিক্রি করতে নিয়ে আসেন। এ প্রতিবেদকের সামনেই তিনি ৬ টাকা কেজি দরে সেই শিম বিক্রি করেন। কৃষক খোকন বলেন, অতি বৃষ্টিতে শিম খেতের অবস্থা খুবই খারাপ। হয়তো আর এক বা দুই দিন শিম বিক্রি করতে পারব। এবার শিম বিক্রি করে খরচও উঠবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত