Ajker Patrika

সেই তিন ইউপি সদস্য প্রার্থী হেরে গেছেন

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ০০
সেই তিন ইউপি সদস্য প্রার্থী হেরে গেছেন

ফেনীর পরশুরামে শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার পাশাপাশি এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া তিনজনই হেরে গেছেন। আগেও জনপ্রতিনিধি থাকা এই তিনজন হলেন এমপিওভুক্ত শিক্ষক আবু বক্কর ছিদ্দিক এবং দুই কর্মচারী জাহিদ হোসেন ও মো. ইয়াছিন।

এলাকাবাসী জানায়, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ক্ষমতা দেখিয়ে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠান অনুপস্থিত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন। তাই এবার সুষ্ঠু ভোটের পরিবেশ পাওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের প্রতি অনাস্থা জানিয়েছে এলাকাবাসী।

পরশুরাম উপজেলার তিনটি স্কুলের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্কুলে ছুটি না নিয়ে মাসের পর মাস প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে দৈনিক আজকের পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন গত ১১ নভেম্বর প্রকাশিত হলে এলাকায় ব্যাপক তোলপাড় হয়। এ নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বটতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু বক্কর ছিদ্দিক (বক্কর মাস্টার) জানান, অল্প ভোটে তিনি হেরে গেছেন। তাতে তাঁর কোনো দুঃখ নেই।

অপর দুজন জাহিদ হোসেন ও মো ইয়াছিনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

বটতলী গ্রামের একাধিক ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের অজান্তে তাঁরা দুই পদে বহাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতেন। এতে আমাদের কোমলমতি শিশুরাই বঞ্চিত হয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে এবার আমরা তাকে ব্যালটের মাধ্যমে বয়কট করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত