Ajker Patrika

চলো নদীর কথা শুনি

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
চলো নদীর কথা শুনি

নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হলো ‘চলো নদীর কথা শুনি’ শিরোনামে সংলাপ। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িখোড়া নদীর পারঘাট নামক স্থানে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও রিভারাইন পিপল এই সংলাপের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। আলোচনা করেন রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

বক্তৃতা দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল রহমান, জেলা নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল ওয়াদুদ, বেলার উত্তরাঞ্চলের সমন্বয়ক তন্ময় স্যান্যাল প্রমুখ।

ড. তুহিন ওয়াদুদ বলেন, নদী রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে প্রত্যেকের করণীয় আছে। কোথাও কোনো নদী দখল-দূষণ হলে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। সে জন্য নদী রক্ষায় সংগঠিত হওয়ার প্রয়োজন আছে।

বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানকার নদীর অবস্থা সম্পর্কে যতটা ভালো শুনে এসে ছিলাম, ততটা ভালো নয়। নদীর দুই ধারের মানুষের সঙ্গে আলোচনা না করে প্রকল্প গ্রহণ করা যাবে না। আইনে থাকা সত্ত্বেও জনগণের মতামত প্রতিফলন হচ্ছে না। নদী প্রকৃতির সম্পদ, একে নষ্ট করার অধিকার কারও নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত