Ajker Patrika

দৃষ্টিনন্দন ফুলের বাগান নজর কাড়ছে পথচারীদের

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১০
দৃষ্টিনন্দন ফুলের বাগান নজর কাড়ছে পথচারীদের

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গোলচত্বরে সৌন্দর্যবর্ধন ও বঙ্গবন্ধু ম্যুরালের চারপাশে ফুলের বাগান নজর কাড়ছে পথচারীদের। একসময় যেখানে ছিল নিত্যদিনের যানজট, ধুলাবালু আর ময়লা-আবর্জনায় সেখানে ফুটেছে দৃষ্টিনন্দন ফুলের বাগান। মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে উত্তর ও দক্ষিণবঙ্গের সড়কের সংযোগস্থলে এই সৌন্দর্যবর্ধনের কাজ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগস্থল পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গোলচত্বর। একসময় এ স্থানে ছিল জলাবদ্ধতা, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট, ময়লা-আবর্জনায় চারপাশ ছিল ভরপুর। এ নিয়ে ক্ষোভের শেষ ছিল না পথচারী ও সাধারণ মানুষের। কিন্তু আজ সেখানে ফুটেছে নজরকাড়া সৌন্দর্য। গোলচত্বরকে আধুনিকায়ন করে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল। এ ম্যুরাল ঘিরে চারপাশে দৃষ্টিনন্দন ফুলের বাগান। দুর্ভোগের স্থানে এখন অন্যরকম ভালোলাগা।

পথচারী সাইফুল ইসলাম বলেন, দুই বছর আগেও এখানে ধুলাবালু, আবর্জনার দুর্গন্ধে টেকা যেত না। অসহনীয় যানজট লেগে থাকত। বর্ষার সময় ছিল জলাবদ্ধতা। চলাচলে খুব কষ্ট হতো। আর এখন কোনো ঝামেলা নেই। দুই চোখে প্রশান্তি অনুভব হয়। আর এই সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ বিভাগ। পাবনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে একটি নির্দেশনা ছিল জেলার গুরুত্বপূর্ণ সড়ক সুসজ্জিত করা। তারই ধারাবাহিতকতায় দুই বঙ্গের মিলনস্থল দাশুড়িয়া মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন ও ফুলের বাগান তৈরি করা হয়েছে।

সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে যাত্রী ও চালকদের মনোবিকাশ যেমন ঘটে, তেমনি সড়ক দুর্ঘটনাও কমবে বলে মনে করেন পাবনা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইলিয়াস ফারুক। তিনি বলেন, ‘শুধু যানজট নিরসনই নয়, একই সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি করে মানুষের রুচিতে পরিবর্তন আনতে চাই। আর সেটা আমরা সড়ক থেকেই শুরু করতে চাই। ভবিষ্যতেও জেলার অন্য গুরুত্বপূর্ণ সড়ক এভাবে সৌন্দর্যবর্ধন করার পরিকল্পনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত