সম্পাদকীয়
শৈশবে নিশ্চয়ই অনেকের রূপকথার গল্প পড়া হয়েছে। পড়া না হলেও পরিবারের বড়দের কাছে হয়তো শুনে থাকবেন। সেই সব গল্প থেকেই আমরা জানি, রাক্ষস এসে ঘাড় মটকে দেয় কিংবা মটকানোর আগে হুমকি দেয়। কিন্তু মানুষও যে ঘাড় মটকে দেওয়ার হুমকি দিতে পারে, সে কথা কোনো রূপকথার গল্পে পড়া বা শোনা হয়েছে কি না, এ নিয়ে সন্দেহ আছে। বর্তমানে রাজনীতির হালচাল দেখে মনে হচ্ছে নেতা-কর্মীরা রূপকথার জগতে বাস করছেন। নইলে খুব সহজেই কাউকে ঘাড় মটকে দেওয়ার, বেঁধে রাখার কিংবা কারও বাসা উঠিয়ে দেওয়ার হুমকি দিতে পারতেন না।
রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে লালমনিরহাট-২ আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ, হানিফ এক জনসভায় নুরুজ্জামানকে নিয়ে ‘বাজে’ কথা বলেছেন। বলেছেন সমাজকল্যাণমন্ত্রীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা।
এদিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসকে হুমকি দিয়েছেন মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। তিনি এমপি হোন বা না হোন, অলোক কুমার দাসের বাসা উঠিয়ে দেবেন মেহেরপুর থেকে। কারণ সরকারি কর্মকর্তা হিসেবে অলোক কুমার দাস নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং সেটা করেছেন আব্দুল মান্নানের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে। অলোক যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আব্দুল মান্নান তাঁকে হুমকি দিতে পারেন না। এ-ও কি আচরণবিধির লঙ্ঘন নয়?
আজকের পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে আরও এমন হুমকি-ধমকির খবর প্রকাশিত হয়েছে। যেমন নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের লোককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী এবং হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। আবার নাটোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোনো মেম্বার-চেয়ারম্যান ভোট চাইলে তাঁকে ‘পিছমোড়া’ করে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
নির্বাচনের এই সময়টায়
একজন প্রার্থীর সদাচরণই কিন্তু তাঁকে জনগণের প্রিয় পাত্রে পরিণত করতে পারে। অথচ অনেকেই কথাবার্তা বলার সময় যে সংযত থাকছেন না, এ খবরগুলো তার প্রমাণ। সন্দেহ জাগে—তাঁরা আদতে জনগণের জন্য কতটা স্পর্শকাতর, আর কতটা এগিয়ে আসবেন জনগণের সেবায়?
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বড় কোনো দলের শক্ত প্রার্থী নেই। তাই সংঘাতময় পরিবেশ সৃষ্টি হওয়ারও কথা নয়। কিন্তু নির্বাচনের আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শনে পিছপা হচ্ছেন না অনেক প্রার্থী। যেমনটা পাড়ার মাস্তানরা করে। নিজেরাই যদি নিজেদের শাসিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশনের আর দরকার কী?
শৈশবে নিশ্চয়ই অনেকের রূপকথার গল্প পড়া হয়েছে। পড়া না হলেও পরিবারের বড়দের কাছে হয়তো শুনে থাকবেন। সেই সব গল্প থেকেই আমরা জানি, রাক্ষস এসে ঘাড় মটকে দেয় কিংবা মটকানোর আগে হুমকি দেয়। কিন্তু মানুষও যে ঘাড় মটকে দেওয়ার হুমকি দিতে পারে, সে কথা কোনো রূপকথার গল্পে পড়া বা শোনা হয়েছে কি না, এ নিয়ে সন্দেহ আছে। বর্তমানে রাজনীতির হালচাল দেখে মনে হচ্ছে নেতা-কর্মীরা রূপকথার জগতে বাস করছেন। নইলে খুব সহজেই কাউকে ঘাড় মটকে দেওয়ার, বেঁধে রাখার কিংবা কারও বাসা উঠিয়ে দেওয়ার হুমকি দিতে পারতেন না।
রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে লালমনিরহাট-২ আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ, হানিফ এক জনসভায় নুরুজ্জামানকে নিয়ে ‘বাজে’ কথা বলেছেন। বলেছেন সমাজকল্যাণমন্ত্রীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা।
এদিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসকে হুমকি দিয়েছেন মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। তিনি এমপি হোন বা না হোন, অলোক কুমার দাসের বাসা উঠিয়ে দেবেন মেহেরপুর থেকে। কারণ সরকারি কর্মকর্তা হিসেবে অলোক কুমার দাস নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং সেটা করেছেন আব্দুল মান্নানের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে। অলোক যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। আব্দুল মান্নান তাঁকে হুমকি দিতে পারেন না। এ-ও কি আচরণবিধির লঙ্ঘন নয়?
আজকের পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে আরও এমন হুমকি-ধমকির খবর প্রকাশিত হয়েছে। যেমন নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের লোককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী এবং হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। আবার নাটোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোনো মেম্বার-চেয়ারম্যান ভোট চাইলে তাঁকে ‘পিছমোড়া’ করে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
নির্বাচনের এই সময়টায়
একজন প্রার্থীর সদাচরণই কিন্তু তাঁকে জনগণের প্রিয় পাত্রে পরিণত করতে পারে। অথচ অনেকেই কথাবার্তা বলার সময় যে সংযত থাকছেন না, এ খবরগুলো তার প্রমাণ। সন্দেহ জাগে—তাঁরা আদতে জনগণের জন্য কতটা স্পর্শকাতর, আর কতটা এগিয়ে আসবেন জনগণের সেবায়?
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বড় কোনো দলের শক্ত প্রার্থী নেই। তাই সংঘাতময় পরিবেশ সৃষ্টি হওয়ারও কথা নয়। কিন্তু নির্বাচনের আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শনে পিছপা হচ্ছেন না অনেক প্রার্থী। যেমনটা পাড়ার মাস্তানরা করে। নিজেরাই যদি নিজেদের শাসিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশনের আর দরকার কী?
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫