Ajker Patrika

ঘরে ঘরে গ্যাসের দাবিতে সমাবেশ

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ৪৬
ঘরে ঘরে গ্যাসের দাবিতে সমাবেশ

অবিলম্বে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার সদর রোডের কে জাহান মার্কেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশ হয়।

মানববন্ধন শেষে ‘ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’র সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন গ্রাহক বিল্লাল শিকদার, শিক্ষক কামরুল হাসান, আনম রিয়াজ উদ্দিন, মানবাধিকার কর্মী মোহাম্মদ হোসেন, রবিউল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবিদুল আলম, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, ভোলায় ৪টি গ্যাসকূপে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। এরপরও ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এমনকি গড়ে ওঠেনি উল্লেখযোগ্য গ্যাসভিত্তিক শিল্পকারখানা। এতে অনেকটা থমকে আছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার উন্নয়ন। তাই বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি শুরু করেছেন তাঁরা। দাবি না মানা হলে সুন্দরবন গ্যাস বিতরণ কার্যালয় ঘেরাও, অবরোধ, হরতালসহ বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ার করে দেন।

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড ভোলার আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী অলিউল ইসলাম বলেন, ‘ভোলাসহ সারা দেশেই নতুন করে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। নির্দেশনা পেলেই ভোলায় গ্যাস সংযোগ দেওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত