Ajker Patrika

হাবিপ্রবির শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ৫৪
হাবিপ্রবির শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, বেলা সোয়া ১১টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পৌনে ৩টায় এগ্রিকালচার এবং সাড়ে ৪টায় সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ওরিয়েন্টেশন।

বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে উপস্থিত থেকে ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচিতি স্লাইডের মাধ্যমে তুলে ধরেন ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ এবং বিভিন্ন শৃঙ্খলাবিধি নিয়ে বক্তব্য দেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেশন, এ ছাড়া বেলা ১১.১৫ মিনিটে ফিশারিজ, ২. ৪৫ মিনিটে ইঞ্জিনিয়ারিং এবং ৪.৩০ মিনিটে বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত