Ajker Patrika

অবশেষে নতুন সিনেমায় শরিফুল রাজ

অবশেষে নতুন সিনেমায় শরিফুল রাজ

গত বছর ‘পরাণ’ ও ‘হাওয়া’র সাফল্যের পর শরিফুল রাজকে নিয়ে হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রিতে। সেই রেশ রেখেই ‘দামাল’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন তিনি। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য না পেলেও রাজের অভিনয় প্রশংসিত হয়। সবাই ধরে নিয়েছিলেন, একের পর এক নতুন সিনেমার খবর দেবেন রাজ।

অভিনয় দিয়ে নজর কাড়লেও নতুন কোনো কাজের খবর দিতে পারছিলেন না তিনি। বরং ব্যক্তিজীবন নিয়ে ধারাবাহিকভাবে খবরের শিরোনাম হয়েছেন। অবশেষে সুখবর দিলেন রাজ। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ওমর’ সিনেমায় দেখা যাবে তাঁকে।

শরিফুল রাজ	ছবি: সংগৃহীতগতকাল ওমর সিনেমায় রাজের অন্তর্ভুক্তির খবর জানিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। নির্মাতা বলেন, ‘ওমর সিনেমার নামভূমিকায় যাকে নির্বাচন করেছি তাঁর সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ওমর সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নামভূমিকায় তাঁকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী।’

তবে ওমর সিনেমায় রাজের বিপরীতে কে থাকছেন তা জানাননি নির্মাতা। এর আগে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। শিগগির শুরু হবে শুটিং। কুমিল্লা, সিলেট, কক্সবাজার, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলবে ওমর সিনেমার কাজ। একটানা শুটিং শেষ করে এ বছরেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। ওমর নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায় মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকবেন রাজু রাজ। সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত