Ajker Patrika

ডাকাতির মালামালসহ চারজন গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৪: ২৬
ডাকাতির মালামালসহ চারজন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবাসীর গাড়ি ডাকাতির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মহামুদাবাদ (তেলিপাড়া) এলাকার রবিউল হোসেন ওরফে ইকবাল (২৬), মিরসরাই উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর এলাকার রফিকুল ইসলাম পারভেজ (২৭), বাড়বকুণ্ড নতুন পাড়া এলাকার মো. বাবলু (২০) ও একই ইউনিয়নের হাসেমনগর এলাকার দেলোয়ার হোসেন (৪০)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গত ২৭ অক্টোবর রাতে রাঙ্গুনিয়া থানার বেতাগী এলাকার জাহেদুল বাশার চৌধুরী ঢাকার বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর গাড়ি কুমিরা এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতেরা তাঁর সঙ্গে থাকা পাসপোর্টসহ সব মালামাল ও টাকা কেড়ে নেয়। ঘটনার পরেন দিন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেন।

গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে বেশ কিছু ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজন গতকাল সকালে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত শুক্রবার রাতে একই মামলার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত