Ajker Patrika

দুই প্রার্থী সমান সমান, আবার ভোট

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ০৪
দুই প্রার্থী সমান সমান,  আবার ভোট

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউপিতে দুই প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী সমান ভোট পাওয়া আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আগামী ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট হবে।

বিষয়টি নিশ্চিত করে গোকর্ণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আবুল খায়ের জানান, ১৮ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি চিঠি থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাতজন সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ নম্বর ওয়ার্ডের গোকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৪০৫ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রে অনুপস্থিত ভোটার সংখ্যা ৮২৫ জন। প্রাপ্ত ভোট থেকে বাতিল হয় ৮১ ভোট। ভোট গণনায় মাসুদুর রহমান (মোরগ) এবং মোহাম্মদ আবুল হোসেন (টিউবওয়েল) সমান সংখ্যক (৪৯০) ভোট পান।

নতুন করে নির্বাচনের বিষয়ে মাসুদুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। ভোটে যে-ই বিজয়ী হই আমাদের কোনো অভিযোগ নেই।

রিটার্নিং কর্মকর্তা আবুল খায়ের জানান, দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পান। তাই ফলাফল অমীমাংসিত থেকে যায়। এ জন্য সেখানে আবার ভোট নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত