Ajker Patrika

শাবি শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ০৬
শাবি শিক্ষার্থীকে  ছিনতাইকারীর  ছুরিকাঘাত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে গেছে ছিনতাইকারীরা। সায়মা আলম নামে ওই শিক্ষার্থী সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে গতকাল রোববার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।

আহত শিক্ষার্থী সায়মা আলম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পায়ে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তবে তিনি বিপদমুক্ত বলে জানান প্রক্টর।

প্রক্টর ড. মো. আলমগীর কবীর বলেন, গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ট্রেনে সিলেটে আসেন সায়মা আলম। স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন তিনি। অটোরিকশাটি তপোবন-আখালিয়া আবাসিক এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি তাঁর পথরোধ করে সবকিছু দিয়ে দিতে বলে। সায়মা আলম বাধা দেওয়ার চেষ্টা করলে বাম পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর আরও বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা-পুলিশে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত