Ajker Patrika

চুরির কোনো সূত্র পায়নি সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০: ৫৪
চুরির কোনো সূত্র পায়নি সিআইডি

মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন সুবিধাভোগীর ইন্ধনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের নথি গায়েব হয়েছে বলে ধারণা করছে পুলিশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের সন্দেহ করা হচ্ছে। এদিকে সিআইডি ২৯ নম্বর কক্ষে কর্মরত নয়জনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

সিআইডির এক সূত্র বলছে, ২৯ নম্বর কক্ষ ও আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ছিল, যা দুই মাস ধরে অকেজো রয়েছে। সিসিটিভির ফুটেজ থেকে সিআইডি কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি। এতে তারা ধারণা করছে, পরিকল্পিতভাবেই ফাইল সরানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র পায়নি সিআইডি।

সিআইডি কার্যালয়ে দেখা গেছে, ফাইল গায়েব হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল সোমবার সিআইডির অতিরিক্ত উপসচিব-মহাপরিদর্শক ইমাম হোসেনের কক্ষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। সিআইডির ধারণা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে মালামাল সরবরাহকারীরা ফাইল গায়েবের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁরা ওই দিক লক্ষ্য রেখেই তাঁদের তদন্তকাজ চালাচ্ছেন বলে সিআইডির একজন কর্মকর্তা জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্নয়ন শাখায় কর্মরত আরও দুই কর্মচারীকে সিআইডি ডেকে নিয়ে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

২৯ নম্বর কক্ষটিতে অতিরিক্ত সচিব (উন্নয়ন) অধিশাখা, যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) ও যুগ্ম সচিবের (প্রশাসন) কার্যালয় রয়েছে। একই কক্ষের ভেতরে সহকারী সচিব (প্রশাসন) ও প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও তাঁদের ১৫ জন স্টাফ রয়েছেন। এ কক্ষে পত্র গ্রহণ ও বিতরণ শাখাও রয়েছে। ওই কক্ষটিতে অনেক ধরনের লোকজনের যাতায়াত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সিআইডি ১২ জনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এদের প্রত্যেককে সিআইডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত রোববার প্রথম দফায় ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার আরও দুজনকে সিআইডিতে ডেকে নেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, নথি গায়েবের ঘটনাটি নিছক চুরি হিসেবে দেখছেন না তাঁরা। কারণ গত আগস্টেও রাজশাহী মেডিকেল কলেজের অতিরিক্ত বাজেট বরাদ্দের ফাইলটি গায়েব হয়। এরপর একসঙ্গে ১৭টি ফাইল গায়েব হওয়ায় তাঁরা বিস্মিত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উন্নয়ন শাখা থেকে ১৭টি নথি গায়েব হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত বুধবার (২৭ অক্টোবর) অফিস টাইমে নথিগুলো কেবিনেটে রাখা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খোঁজ করে আর নথিগুলো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত