নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন সুবিধাভোগীর ইন্ধনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের নথি গায়েব হয়েছে বলে ধারণা করছে পুলিশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের সন্দেহ করা হচ্ছে। এদিকে সিআইডি ২৯ নম্বর কক্ষে কর্মরত নয়জনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
সিআইডির এক সূত্র বলছে, ২৯ নম্বর কক্ষ ও আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ছিল, যা দুই মাস ধরে অকেজো রয়েছে। সিসিটিভির ফুটেজ থেকে সিআইডি কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি। এতে তারা ধারণা করছে, পরিকল্পিতভাবেই ফাইল সরানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র পায়নি সিআইডি।
সিআইডি কার্যালয়ে দেখা গেছে, ফাইল গায়েব হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল সোমবার সিআইডির অতিরিক্ত উপসচিব-মহাপরিদর্শক ইমাম হোসেনের কক্ষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। সিআইডির ধারণা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে মালামাল সরবরাহকারীরা ফাইল গায়েবের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁরা ওই দিক লক্ষ্য রেখেই তাঁদের তদন্তকাজ চালাচ্ছেন বলে সিআইডির একজন কর্মকর্তা জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্নয়ন শাখায় কর্মরত আরও দুই কর্মচারীকে সিআইডি ডেকে নিয়ে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
২৯ নম্বর কক্ষটিতে অতিরিক্ত সচিব (উন্নয়ন) অধিশাখা, যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) ও যুগ্ম সচিবের (প্রশাসন) কার্যালয় রয়েছে। একই কক্ষের ভেতরে সহকারী সচিব (প্রশাসন) ও প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও তাঁদের ১৫ জন স্টাফ রয়েছেন। এ কক্ষে পত্র গ্রহণ ও বিতরণ শাখাও রয়েছে। ওই কক্ষটিতে অনেক ধরনের লোকজনের যাতায়াত রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সিআইডি ১২ জনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এদের প্রত্যেককে সিআইডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত রোববার প্রথম দফায় ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার আরও দুজনকে সিআইডিতে ডেকে নেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, নথি গায়েবের ঘটনাটি নিছক চুরি হিসেবে দেখছেন না তাঁরা। কারণ গত আগস্টেও রাজশাহী মেডিকেল কলেজের অতিরিক্ত বাজেট বরাদ্দের ফাইলটি গায়েব হয়। এরপর একসঙ্গে ১৭টি ফাইল গায়েব হওয়ায় তাঁরা বিস্মিত হয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উন্নয়ন শাখা থেকে ১৭টি নথি গায়েব হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত বুধবার (২৭ অক্টোবর) অফিস টাইমে নথিগুলো কেবিনেটে রাখা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খোঁজ করে আর নথিগুলো পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের বাইরে বিভিন্ন সুবিধাভোগীর ইন্ধনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের নথি গায়েব হয়েছে বলে ধারণা করছে পুলিশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের সন্দেহ করা হচ্ছে। এদিকে সিআইডি ২৯ নম্বর কক্ষে কর্মরত নয়জনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
সিআইডির এক সূত্র বলছে, ২৯ নম্বর কক্ষ ও আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ছিল, যা দুই মাস ধরে অকেজো রয়েছে। সিসিটিভির ফুটেজ থেকে সিআইডি কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি। এতে তারা ধারণা করছে, পরিকল্পিতভাবেই ফাইল সরানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র পায়নি সিআইডি।
সিআইডি কার্যালয়ে দেখা গেছে, ফাইল গায়েব হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল সোমবার সিআইডির অতিরিক্ত উপসচিব-মহাপরিদর্শক ইমাম হোসেনের কক্ষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। সিআইডির ধারণা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে মালামাল সরবরাহকারীরা ফাইল গায়েবের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁরা ওই দিক লক্ষ্য রেখেই তাঁদের তদন্তকাজ চালাচ্ছেন বলে সিআইডির একজন কর্মকর্তা জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্নয়ন শাখায় কর্মরত আরও দুই কর্মচারীকে সিআইডি ডেকে নিয়ে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
২৯ নম্বর কক্ষটিতে অতিরিক্ত সচিব (উন্নয়ন) অধিশাখা, যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা) ও যুগ্ম সচিবের (প্রশাসন) কার্যালয় রয়েছে। একই কক্ষের ভেতরে সহকারী সচিব (প্রশাসন) ও প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও তাঁদের ১৫ জন স্টাফ রয়েছেন। এ কক্ষে পত্র গ্রহণ ও বিতরণ শাখাও রয়েছে। ওই কক্ষটিতে অনেক ধরনের লোকজনের যাতায়াত রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সিআইডি ১২ জনের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এদের প্রত্যেককে সিআইডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত রোববার প্রথম দফায় ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার আরও দুজনকে সিআইডিতে ডেকে নেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, নথি গায়েবের ঘটনাটি নিছক চুরি হিসেবে দেখছেন না তাঁরা। কারণ গত আগস্টেও রাজশাহী মেডিকেল কলেজের অতিরিক্ত বাজেট বরাদ্দের ফাইলটি গায়েব হয়। এরপর একসঙ্গে ১৭টি ফাইল গায়েব হওয়ায় তাঁরা বিস্মিত হয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উন্নয়ন শাখা থেকে ১৭টি নথি গায়েব হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত বুধবার (২৭ অক্টোবর) অফিস টাইমে নথিগুলো কেবিনেটে রাখা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খোঁজ করে আর নথিগুলো পাওয়া যায়নি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫