চট্টগ্রাম ও কক্সবাজারে শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের পরিবেশ ছিল উৎসবমুখর। প্রার্থী ও সমর্থকদের পদভারে গ্রামগঞ্জে ভোটের আমেজ ছিল অন্যরকম। কিন্তু সেই উৎসব ও আমেজ ধীরে ধীরে সংঘাতের দিকে এগিয়েছে। নানা শঙ্কায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি, মিরসরাই এবং কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বিকেলে পুলিশ, আনসার সদস্যদের সঙ্গে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার কক্সবাজারের তিন উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার মধ্যরাতে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। গতকাল বুধবার নির্বাচন সংশ্লিষ্ট ও প্রার্থীরা ভোটগ্রহণের শেষ প্রস্তুতি গ্রহণ করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, বিষোদ্গার ও আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়েই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার শেষ হয়েছে। এতে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
এর মধ্যে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ছোট ভাই ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদারসহ চারজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জেলা শ্রমিক লীগের সভাপতি গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ হামলার ঘটনায় দল ও পরিবার থেকে স্থানীয় ইউপি নির্বাচনে কুদরত উল্লাহ সিকদারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত ও তাঁর লোকজনকে দায়ী করা হচ্ছে। এ ছাড়া পাশের ইউনিয়ন পিএমখালীতে গত সোমবার রাতে রেজাউল করিম নামের একজন ইউপি সদস্যপ্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, ২১ ইউনিয়নের বেশির ভাগ জায়গায় প্রার্থীদের মধ্যে ভোটকেন্দ্র দখল ও প্রভাব বিস্তার নিয়ে গন্ডগোল ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
ভোটারেরা বলছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণের দিন কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। আর কমপক্ষে ৫০ জন আহত হন।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ভোটগ্রহণের সময় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। কেউ কেন্দ্রে গোলযোগ ও প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আজ বৃহস্পতিবার । সকালে কেন্দ্রগুলোতে পোঁছানো হয়েছে ব্যালট পেপার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।
মিরসরাই থানার পরিদর্শক মুজিবুর রহমান ও জোরারগঞ্জ থানার পরিদর্শক নুর হোসেন মামুন বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর।
সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল হাসান বলেন, ‘নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বিকেল থেকে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। প্রতিটি কেন্দ্র মোতায়েন থাকবে পুলিশ সদস্য। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে পারব।’
চট্টগ্রাম ও কক্সবাজারে শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের পরিবেশ ছিল উৎসবমুখর। প্রার্থী ও সমর্থকদের পদভারে গ্রামগঞ্জে ভোটের আমেজ ছিল অন্যরকম। কিন্তু সেই উৎসব ও আমেজ ধীরে ধীরে সংঘাতের দিকে এগিয়েছে। নানা শঙ্কায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি, মিরসরাই এবং কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার বিকেলে পুলিশ, আনসার সদস্যদের সঙ্গে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার কক্সবাজারের তিন উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার মধ্যরাতে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। গতকাল বুধবার নির্বাচন সংশ্লিষ্ট ও প্রার্থীরা ভোটগ্রহণের শেষ প্রস্তুতি গ্রহণ করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, বিষোদ্গার ও আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়েই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার শেষ হয়েছে। এতে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
এর মধ্যে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও তাঁর ছোট ভাই ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদারসহ চারজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জেলা শ্রমিক লীগের সভাপতি গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ হামলার ঘটনায় দল ও পরিবার থেকে স্থানীয় ইউপি নির্বাচনে কুদরত উল্লাহ সিকদারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত ও তাঁর লোকজনকে দায়ী করা হচ্ছে। এ ছাড়া পাশের ইউনিয়ন পিএমখালীতে গত সোমবার রাতে রেজাউল করিম নামের একজন ইউপি সদস্যপ্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, ২১ ইউনিয়নের বেশির ভাগ জায়গায় প্রার্থীদের মধ্যে ভোটকেন্দ্র দখল ও প্রভাব বিস্তার নিয়ে গন্ডগোল ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
ভোটারেরা বলছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণের দিন কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। আর কমপক্ষে ৫০ জন আহত হন।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ভোটগ্রহণের সময় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। কেউ কেন্দ্রে গোলযোগ ও প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আজ বৃহস্পতিবার । সকালে কেন্দ্রগুলোতে পোঁছানো হয়েছে ব্যালট পেপার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।
মিরসরাই থানার পরিদর্শক মুজিবুর রহমান ও জোরারগঞ্জ থানার পরিদর্শক নুর হোসেন মামুন বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর।
সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল হাসান বলেন, ‘নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বিকেল থেকে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। প্রতিটি কেন্দ্র মোতায়েন থাকবে পুলিশ সদস্য। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে পারব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫